বিজেপির বিরুদ্ধে সবুজ সাথীর সাইকেল বিক্রি করার অভিযোগ উঠল নদিয়ার হাঁসখালির কৈখালিতে। এই অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি এই দু’দলের সঙ্গে সংঘর্ষ বাঁধে। ঘটনায় কমপক্ষে চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:রবিবাসরীয় মেগা প্রচার: ভবানীপুরে একই মঞ্চে মমতা-অভিষেক
সবুজ সাথীর সাইকেল চুরি করে তা বিক্রি করছিলেন বোনালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা স্থানীয় বিজেপি নেতা বিমল বিশ্বাস ও তাঁর ভাই তপন বিশ্বাস বলে অভিযোগ তৃণমূলের। শনিবার বিষয়টি নজরে পড়তেই বাধা দেন তৃণমূলের নেতা-কর্মীরা।এরপরই গোটা ঘটনাকে ঘিরে এলাকায় রণক্ষেত্র বেঁধে যায়। বিজেপি কর্মীরা গুলি চালিয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। গুলিতে তৃণমূলের বুথ সভানেত্রী ও তাঁর ছেলে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি-র দাবি বিমলের ভাই ও তাঁর ভাইপোও গুলিবিদ্ধ হয়েছেন। যদিও এবিষয়ে এখনও স্থানীয় পুলিশের প্রতিক্রিয়া মেলেনি।

