সাফ কাপের জন‍্য ঘোষণা হল ভারতীয় দল

সাফ কাপের ( SAFF CUP)জন‍্য ঘোষণা করা হল ভারতীয় দল( india team)। আগামী ১ অক্টোবর মালদ্বীপে শুরু হতে চলেছে সাফ কাপ। আর এই টুর্নামেন্টের জন্য রবিবার ২৩ সদস্যের দল নির্বাচন করেছেন কোচ ইগর স্টিম্যাচ। দলে এসেছেন জিকসন সিং ও উদান্তা সিং।

সাফ কাপে ভারত ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আয়োজক দেশ মালদ্বীপ। আগামী ৪ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে সাফ কাপের অভিযান শুরু করবে ভারত। এরপর ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে সুনীলরা। নেপালের বিরুদ্ধে ১০ অক্টোবর এবং ১৩ অক্টোবর মালদ্বীপের বিরুদ্ধে নামবে ভারত।

সাফ কাপ নিয়ে কোচ স্টিম্যাচ বলেন, “আমরা সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে মুখিয়ে রয়েছি। যেহেতু আমরা এশিয়ায় এই অঞ্চলের সেরা ফুটবল দেশ। এই চার-পাঁচটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কাছে আর সুযোগ থাকবে না পরের মরশুমে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগে একসাথে থাকার। তাই এই ম্যাচগুলি গুরুত্বপূর্ণ হবে আমাদের খেলার কিছু অংশে উন্নতির জন্য।”

একনজরে দেখে নেওয়া যাক সাফ কাপের জন্য ২৩ সদস্যের ভারতীয় দল –

গোলরক্ষক  – গুরপ্রীত সিং, অমরিন্দর সিং, বিশাল কাইথ।

ডিফেন্ডার – প্রীতম কোটাল, সেরিটন ফার্নান্ডেজ, চিঙ্গলসানা সিং, রাহুল ভেকে, শুভাশিস বোস, মন্দার রাও দেশাই।

মিডফিল্ডার – উদান্তা সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, লালেংমাউইয়া, অনিরুধ থাপা, সাহাল আব্দুল সামাদ, জিকসন সিং, গ্লেন মার্টিন্স, সুরেশ সিং, লিস্টন কোলাসো, ইয়াসির মহম্মদ।

ফরোয়ার্ড – মনবীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী, ফারুখ চৌধুরী।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ উইকেটে জয় মিতালিদের