Wednesday, August 27, 2025

দিল্লিতে জরুরি তলব, সন্ধেয় শহর ছাড়ছেন সুকান্ত, দিলীপ ও অমিতাভ

Date:

Share post:

গত সপ্তাহেই দিলীপ ঘোষকে(Dilip Ghosh) সরিয়ে রাজ্য বিজেপির(BJP) শীর্ষ পদে বসানো হয়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে(sukanta Majumdar)। দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে সর্বভারতীয় সহ-সভাপতি পদ। বড়সড় এই রদবদলের পর প্রথমবার এই দুই নেতৃত্বকে দিল্লিতে তলব করলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা(JP nadda)। সোমবার সন্ধ্যাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তারা। জানা গিয়েছে, সুকান্ত ও দিলীপের পাশাপাশি দিল্লিতে ডাক পড়েছে রাজ্য বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তীরও(Amitabh Chakraborty)। বিজেপি সূত্রে খবর, বঙ্গের সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উদ্দেশ্যেই এই জরুরি তলব।

জানা গিয়েছে, রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের এই দিল্লি সফরে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পাশাপাশি বৈঠক হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। বিজেপি সূত্রে যতদূর খবর তাতে, প্রধান বিরোধী দল হিসেবে রাজ্যে গেরুয়া শিবিরের আত্মপ্রকাশের পর এবার নতুন করে রাজ্য কমিটি তৈরির সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি। শোনা যাচ্ছে এই কমিটিতে নতুন নেতৃত্ব দেন প্রাধান্য দিতে আগ্রহী শীর্ষ নেতৃত্ব। এবং তুলনামূলক ভাবে যারা নিষ্ক্রিয় তাদের ছাঁটাইয়ের পথে হাঁটা হতে পারে। এই বিষয়ে আলোচনার জন্যই সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়েছে। মঙ্গলবার জেপি নাড্ডা ও অমিত শাহের সঙ্গে তাদের বৈঠক রয়েছে বলে খবর।

আরও পড়ুন:টিভিতে তাঁকে মার খেতে দেখে মজা নিচ্ছিলেন বিজেপি নেতারা! যাদবপুরকাণ্ডে তোপ বাবুলের

তবে হঠাৎ এই জরুরি তলবের পিছনে উঠে আসছে আরও একটি কারণ। রাজনৈতিক মহলের দাবি সংগঠনকে ঢেলে সাজানোর পাশাপাশি সম্প্রতি রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে তাঁকে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ দেওয়া হয়েছে। ফলস্বরূপ বিজেপির সাংগঠনিক দিক থেকে জেপি নাড্ডার পরে দিলীপের স্থান। এই গুরুদায়িত্ব সবিস্তারে দিলীপ ঘোষকে বুঝিয়ে দেওয়ার জন্য এই তলব বলে অনুমান করা হচ্ছে। তবে বঙ্গে বিজেপি সংগঠন যে আপাদমস্তক ভোল বদলে নতুনভাবে রণকৌশল সাজাতে চলেছে তা হঠাৎ সুকান্ত-দিলীপ-অমিতাভকে তলব থেকেই কার্যত স্পষ্ট।

advt 19

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...