জহর সরকারের পর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় গেলেন তৃণমূলের সুস্মিতা দেব। আজ, সোমবার বিধানসভায় আনুষ্ঠানিক ভাবে তাঁর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। মানস ভুইঁয়ার ছেড়ে যাওয়া এই রাজ্যসভার আসনে আগামী ৪ অক্টোবর উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি নিশ্চিত হার জেনে আর প্রার্থী দেওয়ার পথে হাঁটেনি। তাই প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের টিকিটে বাংলা থেকে রাজ্যসভার সাংসদ হলেন সুস্মিতা দেব।

আরও পড়ুন:প্রচারে বিক্ষোভের মুখে দিলীপ, বন্দুক দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা নিরাপত্তারক্ষীদের!

এরপর নিজের প্রাথমিক প্রতিক্রিয়াতে সুস্মিতা দেব জানান, “সংসদে বিজেপির বিরোধিতা আরও জোরদার হবে। অসম, ত্রিপুরা-সহ গোটা উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতির কথা তুলে ধরব।” প্রসঙ্গত, অসম ও ত্রিপুরায় সংগঠন বিস্তারে সুস্মিতা দেব তৃণমূলের অন্যতম মুখ হিসেবে কাজ শুরু করেছেন।
