Thursday, August 21, 2025

NCRB রিপোর্ট: সাইবার ক্রাইম, আর্থিক দুর্নীতির দৌড়ে এগিয়ে ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ-গুজরাত!

Date:

Share post:

দেশের মধ্যে সবচেয়ে বেশি সাইবার প্রতারণার শিকার হয়েছেন যোগী রাজ্যের উত্তর প্রদেশের বাসিন্দারা। আর্থিক দুর্নীতি থেকে দলিতদের উপর অত্যাচারের নিরিখে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ অনেক এগিয়ে। এমনটাই জানাচ্ছে, কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের অধীনে থাকা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর(NCRB) সদ্য প্রকাশিত রিপোর্ট। যেখানে গত এক বছরে দেশজুড়ে বিভিন্ন রাজ্যের অপরাধমূলক ঘটনার তথ্য পরিসংখ্যান তুলে ধরা হয়।
NCRB রিপোর্ট বলছে, ২০২০ সালে উত্তরপ্রদেশে ১১হাজার ৯৭ জন সাইবার প্রতারণার শিকার হয়েছেন। তুলনায় বাংলায় এই সংখ্যা ৭১২, যা অনেকটাই কম। অন্যদিকে,  কলকাতার মতো মেট্রো সিটিতে সাইবার প্রতারণার সংখ্যা যেখানে ১৭২টি, সেখানে লখনউ-তে এই সংখ্যা ১,৪৬৫টি। অর্থাৎ, যোগী রাজ্যের পুলিশ ও প্রশাসন যে সাইবার ক্রাইম রুখতে ব্যর্থ, তা NCRB রিপোর্ট থেকেই স্পষ্ট।
শুধু সাইবার ক্রাইম নয়, দুর্নীতির অভিযোগে বাংলার অনেক এগিয়ে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। গতবছর বাংলায় যেখানে আর্থিক কেলেঙ্কারির সংখ্যা ৮ হাজার ৭০৯, সেখানে উত্তরপ্রদেশে ১৬ হাজার ৭০৮। আবার দুর্নীতির প্রশ্নে উত্তরপ্রদেশেকে পিছনে ফেলেছে নরেন্দ্র মোদি, অমিত শাহর ডাবল ইঞ্জিন রাজ্য গুজরাত। গতবছর সেখানে দুর্নীতির মামলা রুজু হয়েছে ১৯৯টি, উত্তরপ্রদেশে ৬২টি, বাংলায় মাত্র ১১টি।
এখানেই শেষ নয়। সদ্য প্রকাশিত NCRB রিপোর্ট বলছে, তফসিলি জাতির মানুষের উপর অত্যাচারের নিরিখে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে সেই ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ। তথ্য অনুসারে, গতবছর তফসিলি জাতিভূক্ত মানুষের প্রতি অত্যাচারের ১২হাজার ৭১৪টি মামলা রুজু হয়েছে যোগী রাজ্যে।গুজরাতের মতো ছোট রাজ্যেও এই সংখ্যা ১হাজার ৩২৬টি। সিনিয়র সিটিজেনরাও সুরক্ষিত নয় মোদি রাজ্যে। গতবছর গুজরাতে ২হাজার ৭৮৫জন সিনিয়র সিটিজেন অত্যাচারিত হয়েছেন বলে উঠে NCRB রিপোর্টে।

advt 19

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...