Saturday, August 23, 2025

উৎসবের মরসুমে জ্বালানির জ্বালা, ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেল ও কেরোসিনের

Date:

Share post:

চড়চড়িয়ে দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। উৎসবের মরসুমেও কোনও রেয়াত নেই। বিধানসভা ভোটের পর একনাগাড়ে বেশ কয়েকবার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। এমনকি একসময় তা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। এবারও ফের একইভাবে পরপর তিনবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোল ও ডিজেলে দাম ৩০ পয়সা করে বেড়েছে। অতিমারী পর্বে জ্বালানির মূল্য আকাশছোঁয়া হওয়ায় মাথায় হাত সাধারন মানুষের।

শনিবার কলকাতায় পেট্রোলের লিটারপ্রতি দাম হল ১০২ টাকা ৭৭ পয়সা। লিটার প্রতি ৯৩ টাকা ৫৭ পয়সা হল ডিজেলের দাম। করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে তখনই আকাশছোঁয়া দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

পেট্রোল ও ডিজেলের পাশাপাশি দাম বেড়েছে কেরসিনেরও। শনিবার রেশনে কেরোসিনের দাম ফের ২ টাকা ২২ পয়সা বাড়াল কেন্দ্র। এক বছরের বেশি সময়ের পর গত সেপ্টেম্বর মাসে রেশনে বিক্রি হওয়া কেরোসিনের দাম লিটারে ২ টাকার মতো কমিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কিন্ত অক্টোবরে ফের তারা দাম বাড়াল। সেপ্টেম্বরের তুলনায় কলকাতা ও সল্টলেকে লিটারে ২ টাকা ২২ পয়সা দাম বাড়ানো হল। অক্টোবরে ৪৫ টাকা ৬৫ পয়সা লিটার দরে রেশনের কেরোসিন বিক্রি হবে কলকাতায়। পরিবহণ খরচের পার্থক্য থাকার জন্য বিভিন্ন জেলায় কেরোসিনের দাম কিছুটা কম-বেশি হয়। তবে দাম বাড়বে সর্বত্রই। আগস্ট মাসে প্রতি লিটার কেরোসিনের দাম কলকাতায় ছিল ৪৫ টাকা ২২ পয়সা।

এর আগে, গতকালও ৩০ পয়সা করে বেড়েছিল পেট্রোল ও ডিজেলের দাম।  গতকাল কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছিল ১০২ টাকা ৪৭ পয়সা। একইভাবে ডিজেলের দাম হয়েছিল ৯৩ টাকা ২৭ পয়সা।  তার আগে, গত পরশুও একইভাবে ৩০ পয়সা করে বেড়েছিল এই দুই জ্বালানির দাম।

প্রসঙ্গত, চলতি বছরে বিধানসভা নির্বাচনের পর থেকেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি রোজকারনামচা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি ডিজেলের দামও রেকর্ড হারে বেড়েছে। কিন্তু এরইমধ্যে করোনার কাঁটায় আর্থিকভাবে নাজেহাল মধ্যবিত্তরা। রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারও অগ্নিমূল্য। স্বাভাবিকভাবেই সংসার চালাতে নাকানিচোবানি খাচ্ছে সাধারণ মানুষ।

advt 19

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...