ব্রেকফাস্ট স্পোর্টস

১) আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫ উইকেটে হারল কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাবের হয়ে অর্ধশতরান করে ম‍্যাচের সেরা কে এল রাহুল।

২) উইমেন্স বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেলেন রিচা ঘোষ। হোবার্ট হারিকেন্স ফ্র্যাঞ্চাইজি তুলে নিল এই ভারতীয় ক্রিকেটারকে। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার লিজি লির পরিবর্ত হিসেবে নির্বাচিত হয়েছেন রিচা।

৩) লিওনেল মেসির হোটেলে চুরি। হ‍্যাঁ অবাক হলেও সত‍্যি। তবে মেসির ঘরে চুড়ি হয়নি। পিএসজি তারকা যে ঘরে রয়েছেন, তার উপরের তলায় চারটি ঘরে লুটপাট চালায় চোরেরা।

৪) যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মানু ভাকের। পেরুর লিমায় আয়োজিত আইএসএসএফ যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তলে সোনার পদক জিতলেন মানু ভাকের। একই ইভেন্টে রুপো জিতলেন এষা সিং।

৫) ঐতিহাসিক দিন রাত টেস্টে অভিষেকেই রেকর্ড গড়ল স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার  বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনে দুরন্ত শতরান করে অনন্য নজির গড়লেন ভারতীয় এই ব‍্যাটার।

আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন

 

Previous articleআজও বৃষ্টির সতর্কতা জারি, পুজোতেও কি বৃষ্টির সম্ভাবনা? কি বলছে আবহাওয়া দফতর
Next articleমোদি-শাহকে ”নাথুরাম বানাই জোড়ি” কটাক্ষ, বিজেপিকে টুকরো টুকরো করার শপথ কানাইয়ার