Saturday, August 23, 2025

প্রয়োজনে ডিভিসির থেকে ক্ষতিপূরণ চাইব: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে তোপ মমতার

Date:

Share post:

ডিভিসির(DVC) ছাড়া জলে ভেসে গিয়েছে রাজ্যে একাধিক জেলা। এই ঘটনার জেরে গতকালই রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এরপর শনিবার আকাশপথে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন তিনি। জলে নেমে কথা বলেন মানুষের সঙ্গে। এবং আরামবাগের মাটিতে দাঁড়িয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন প্রয়োজনে ডিভিসির থেকে ক্ষতিপূরণও চাইবেন তিনি।

শনিবার হেলিকপ্টারে করে বন্যা বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হেলিকপ্টারে আরামবাগ নামেন তিনি। সেখান থেকে পায়ে হেঁটে তিনি যান কালিকাপুর ত্রাণশিবিরে। হাঁটু জলে দাঁড়িয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি বলেন, বছরে চারবার জল ছাড়ে ডিভিসি। আর তার জেরে আমাদের ক্ষতি হবে এটা চলতে পারে না ।প্রয়োজনে ডিভিসির কাছ থেকে আমরা ক্ষতিপূরণ চাইবো। তিনি আরো জানান, ডিভিসি প্রায় সাড়ে ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে। এত জল যে ছাড়া হবে তা রাজ্য সরকারকে জানানো হয়নি। এটা অপরাধ। বিষয়টি নিয়ে যা চিঠি লেখার আমরা লিখব। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো বলেন, যেটা হয়েছে এটা ম্যান মেড বন্যা। রাজ্য আটটি জেলা প্লাবিত হয়েছে। বাঁধ গুলির ড্রেজিং করলে এই সমস্যা হতো না। বাঁধ সংস্কার করুক ঝাড়খণ্ড সরকার, প্রয়োজনে আলোচনা ও প্ল্যানিং করুক। পাশাপাশি অবিলম্বে কেন্দ্রকে মাস্টার প্ল্যান তৈরির বার্তাও দেন মমতা।

আরও পড়ুন:দ্বীপরাজ্যে ফুটছে ঘাসফুল, গোয়া তৃণমূলে যোগদান প্রাক্তন ফুটবলার-বক্সারের

সূত্রের খবর, গোটা পরিস্থিতি পরিদর্শনের পর দুপুরেই নবান্নে পৌঁছে যাবেন মমতা। সেখানে মুখ্যসচিবের সঙ্গে বন্যা কবলিত এলাকা নিয়ে বৈঠকেও বসার কথা আছে মুখ্যমন্ত্রীর। সেখানে আলোচনা হবে এই পরিস্থিতিতে কী কী করণীয়। ডিভিসির কাছে ক্ষতিপূরণ চাওয়া হবে কিনা, তা নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে বলে জানাচ্ছে সূত্র।

advt 19

 

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...