Friday, November 7, 2025

রাজ্যের সব পতিতাপল্লি একজোট, এবার পুজোয় মিলবে না বেশ্যাদ্বার মাটি

Date:

Share post:

দুর্গাপুজোয় ‘বেশ্যাদ্বার মৃত্তিকা’ ছাড়া প্রতিমা অপূর্ণ । এর উল্লেখ রয়েছে শাস্ত্রে। কিন্তু বাংলার বেশ্যা সমাজ সেই রীতি মানার জন্য বারোয়ারি কমিটিগুলির পাশে আর দাঁড়াতে চায় না। এর আগেও এমন কথা তারা বলেছেন । কিন্তু এবার সবাই এককাট্টা । এদের হয়ে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। যে পুজোর সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে, সেখানে কেন সবাই এককাট্টা? এ প্রশ্নটির উত্তর কিন্তু অনেক গভীরে । কাঠগড়ায় কেন্দ্রের তুঘলকি আইন।

এই সংগঠনের সম্পাদক কাজল বসু জানিয়েছেন , ‘আগেও আমরা এই কথা বলেছি যে, আমাদের দরজার মাটি না পেলে পুজো হবে না, কিন্তু কেউ আমাদের ঘরের চৌকাঠ পার হলেই অপরাধী। কেন্দ্রীয় সরকারের নতুন আইনই সেটা বলেছে। তাই আমরা ঠিক করেছি, গোটা রাজ্যেই এ বার সব পতিতাপল্লি এক সুরে বলবে, দরজার মাটি দেব না।

আরও পড়ুন- পুজোর দিনগুলোতে রাজ্যে নির্বাচনী প্রচার বন্ধ রাখার আবেদন মমতার

তবে কি বাঙালির দুর্গাপুজো তার কৌলিন্য হারাতে চলেছে কেন্দ্রীয় সিদ্ধান্তে? এ প্রশ্ন কিন্তু উঠছে। দুর্বারের বক্তব্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে মানবপাচার-বিরোধী আইন তৈরির উদ্যোগ নিয়েছে তাতে এই পেশায় যুক্ত যৌনকর্মীরা বিপদের মধ্যে পড়বেন। এমনকি, এই পেশাই উঠে যেতে পারে বলে মনে করছেন অনেকে। অথচ, এই পেশায় শুধুমাত্র কলকাতার সোনাগাছিতেই আছেন ৪৫ হাজার মা-বোন। সারা ভারতে সেই পরিসংখ্যান কয়েক লক্ষ।

প্রসঙ্গত,‘ট্র্যাফিকিং পার্সনস (প্রিভেনশন, প্রোটেকশন অ্যান্ড রিহ্যাবিলেটশন) বিল ইতিমধ্যেই লোকসভায় পাশ হয়ে গিয়েছে। এখন রাজ্যসভার অনুমোদন পেলেই তা আইন রূপায়নের দিকে এগিয়ে যাবে। সেই বিলই সিলেক্ট কমিটি-তে পাঠানোর দাবি তুলে গত অগস্ট মাসে সংসদ চলাকালীনই সরব হয়েছিল দুর্বার।

তাদের বক্তব্য খুব স্পষ্ট । তারা অভিযোগ করেছেন, মানবপাচার রোধের নামে আসলে যৌনকর্মীদের পেশাটাকেই তুলে দিতে চাইছে কেন্দ্র। সেই রেশ টেনেই সর্বজনীন দুর্গাপুজোকে বয়কট করতে চাইছেন পতিতাপল্লির বাসিন্দারা।

দুর্বার অবশ্য নিজেদের পুজো করছে এ বারও। তবে এর আগে সেই পুজোয় পুলিশের অনুমতি নিয়ে রীতিমতো চাপে পড়তে হয়েছিল দুর্বারকে। সেই সময় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে অনুমতি আদায় করেছিল দুর্বার।  তাই এখন দেখার কেন্দ্রীয় আইনের জাঁতাকলে পড়ে দেওয়ালেখা পিঠ ঠেকে যাওয়া, এই পেশার সঙ্গে যুক্তরা শেষপর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকতে পারেন কিনা।

advt 19

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...