Saturday, August 23, 2025

সব চক্রান্ত জব্দ, ভবানীপুর-সহ সারাবাংলার মানুষকে ধন্যবাদ: জয়ের পর জানালেন মমতা

Date:

Share post:

সব চক্রান্তকে জব্দ করে দিয়েছে ভবানীপুর- বিপুল ব্যবধানে জয়ের পরে ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সমস্ত রেকর্ড ভেঙে ৫৮,৮৩২ ভোটে জেতেন তৃণমূল (Tmc) সুপ্রিমো। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই কালীঘাটের নিজের বাড়ির সামনে থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay), পরিবারের অন্য সদস্যরা এবং অভিষেক-কন্যা আজানিয়া। বলেন, “সকল সহকর্মী, সারা বাংলার মানুষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবানীপুরের ভোটার কম। ভোট কম পড়া এখানে ট্রেন্ড। এবার ভবানীপুরের মানুষ যেভাবে ভোট দিতে এসেছেন, তাতে উচ্ছ্বসিত। ৫৮,৮৩২ ভোটে জিতেছি। কোনও ওয়ার্ডে এবার আমরা হারিনি। এটা রেকর্ড।”

ভবানীপুর উপনির্বাচনের শুরু থেকেই একে দিল্লি জয়ের শুরু বলে প্রচার করেছিল তৃণমূল। এদিন বিপুল জয়ের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভবানীপুরে সব ভাষাভাষীর মানুষ আছেন এখানে। সকলে শান্তিতে ভোট দিয়েছেন। আমার মন ভরে গেছে, ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল, সারা বাংলা তাকিয়ে ছিল”। এরপরেই নন্দীগ্রামে প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী বলেন, নন্দীগ্রামের ফলাফলে বাংলার মানুষ আঘাত পেয়েছিল। “অনেক চক্রান্ত হয়েছিল। সব চক্রান্তকে জব্দ করে দিয়েছেন ভবানীপুরের মানুষ। আরও কাজ নতুন করে করব। আমরা চিরঋণী।”

আরও পড়ুন:২০১১-এর ব্যবধান ছাপিয়ে ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়

তবে, এদিন ভিকট্রি সাইন দেখাননি মমতা। কারণ, ভবানীপুর ছাড়াও জঙ্গিপুর-সামশেরগঞ্জের ভোটের ফলপ্রকাশ হওয়ায় তিনি 3 দেখান। বলেন, ”তিনটে সিটে লড়াই করেছি। তিনটে সিটেই আমরা জিতছি। বাংলাই ভারতকে পথ দেখাবে।”

কোভিদ পরিস্থিতিতে বিজয় উৎসব না করে, বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

advt 19

 

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...