Saturday, August 23, 2025

‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে স্তোত্র-গানে মাতালেন মমতা

Date:

Share post:

‘জাগো বাংলা’র ২০২১-এর উৎসব সংখ্যা প্রকাশের অন্য রূপে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর কথায় ও সুরে এবারও প্রকাশ হল পূজার গানের অ্যালবাম “জননী’। আর সেখানে স্তোত্র গান গেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানে সেই স্তোত্রগান শোনা গেল।

নবরূপে দৈনিক ‘জাগো বাংলা’র প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সাপ্তাহিক থেকে এটিকে দৈনিক করার বিষয়টি প্রথম মাথায় আসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনিই মূল উদ্যোক্তা। এরপর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, নেতা সুব্রত বক্সি এই বিষয়টিকে এগিয়ে নিয়ে যান। কুণাল ঘোষ এবং ‘জাগো বাংলা’র সঙ্গে টিমকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে জানান, কীভাবে তাঁর গান গাওয়ার পরিকল্পনা হয়? 29 সেপ্টেম্বর সন্ধেবেলায় ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বাড়িতে যান তৃণমূল সভানেত্রী ও গায়ক নচিকেতা (Nachiketa)। মুখ্যমন্ত্রীকে দিয়ে একপ্রকার জোর করেই গানটি সেখানে রেকর্ড করান নচিকেতা। ইন্দ্রনীল সেন জানান, এক টেকেই রেকর্ডিং Ok করে দেন মমতা।

আরও পড়ুন:‘দেশে একনায়কতন্ত্র চলছে’, মোদি সরকারের উপর ক্ষোভ উগরে বললেন রাহুল

চিরকালই বাংলা শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতা-গল্প-উপন্যাস-প্রবন্ধের পাশাপাশি গান রচনা এবং সুরও দেন তিনি। তাঁর কথায় ও সুরে প্রকাশিত অনেক সিডি ‘গোল্ডেন ডিস্ক’ পেয়েছে। তিনি শিল্পীও। রং-তুলিতে ক্যানভাসে ফুটিয়ে তোলেন নানা ছবি। ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যার প্রচ্ছদও তাঁর আঁকা।

এদিন মুখ্যমন্ত্রী জানান, বাংলা সঙ্গীত জগতের উন্নতিতে উদ্যোগ নেবেন। তিনি বলেন,”আমরা হিন্দি গান ভালোবাসি। তবে স্বর্ণযুগের বাংলা গানগুলি এখনও মনে রেখেছি। বাবুল এই যে প্রতুলদার গান গেয়ে গেল। এমন অনেক ভালো গান হৃদয়কে দোলা দেয়। কিন্তু  আমরা ধরে রাখতে পারি না। এখন মাঝে মাঝে রিয়েলিটি শোয়ে কয়েকটা ছেলে-মেয়েকে পুরনো গান গাওয়ানো হয়। দেখতে ভালো লাগে।” তিনি বলেন, “বাংলার গান, নাটক, সংস্কৃতি, বাংলার শিক্ষা, সভ্যতা সব কিছু ভালো।” দীপাবলির পরে এ বিষয়ে ইন্দ্রনীল, নচিকেতার সঙ্গে আলোচনায় বসবেন তিনি। এদিন মহালয়া উপলক্ষে প্রথমেই নচিকেতা-ইন্দ্রনীলকে মা দুর্গার গান গাওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।

এদিন অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রীকে ‘পিয়ানিকা’ উপহার দেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। নীল-সাদা রঙের পিয়ানিকা পেয়ে খুশি প্রিয় মূল সভানেত্রী। নতুন বাদ্যযন্ত্র শেখার উৎসাহ চোখে পড়ার মতো। ফুঁ দিয়ে ওই বাদ্যযন্ত্র বাজাতে হয়। হাসির ছলে মুখ্যমন্ত্রী বলেন, “যখন ফুঁ দিতে হবে বাবুলকে ডেকে নেব”।

লখিমপুরে শহিদ কৃষকদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রতিনিধিদল। 12 ঘন্টা ধরে ঘুরে ঘুরে, দোলা সেন পাঞ্জাবি সেজে ঘটনাস্থলে পৌঁছন। উত্তরপ্রদেশে গণতন্ত্র নেই বলে মন্তব্য করেন মমতা। বিজেপিশাসিত রাজ্যে তৃণমূলের প্রতিনিধিদের আটকাতে 144 ধারা জারি করা হয়েছে বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।

উৎসবের দিনেও বাংলার শহিদ, নির্যাতিত পরিবারগুলিকে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নজরুল মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদ-নির্যাতিত পরিবারের সদস্যরা। তাদের হাতে পুজোর উপহার তুলে দেন মমতা। করেন সৌজন্য বিনিময়।

এদিন তৃণমূল নেত্রীকে ঘিরে তৃণমূলের কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল তুঙ্গে। তাঁর গাওয়া গান মুগ্ধ করেছে শ্রোতাদের। সবাইকে নিয়ে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শেষ করেন মমতা।

advt 19

 

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...