জামিন পেলেন না আরিয়ান, ১৪ দিনের জেল হেফাজত দিল আদালত

বলিউডের ‘ বাজিগর’ (Bazigar Shahrukh Khan) অনেক চেষ্টা করেছিলেন। বলা ভালো অনেক আশা করেছিলেন । যে ছেলে (Aryan Khan) হয়তো বৃহস্পতিবার জামিন পাবে। কিন্তু তার সব আশাকে হতাশায় পরিণত করে জামিন মঞ্জুর হলো না আরিয়ানের । ১৪ দিনের জন্য তাকে জেল হেফাজতে পাঠালো আদালত । তবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র (NCB) আইনজীবীর দাবি মতো আরিয়ান-সহ বাকি ধৃতদের তাদের হেফাজতে রাখার আর্জি খারিজ করে দেয় আদালত। বিচারপতি দাবি করেন, এনসিবি তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য যথেষ্ট সময় পেয়েছে। এর পরেই আরিয়ানদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। সঙ্গে সঙ্গে আরিয়ানদের অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেন শাহরুখ খানের আইনজীবী। সেই অন্তর্বর্তী জামিনের শুনানি হবে আগামীকাল শুক্রবার সকাল ১১টায়।

বৃহস্পতিবার অর্থাৎ ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। চার দিন এই কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার হেফাজাতে কাটিয়েছেন আরিয়ান। চলেছে জিজ্ঞাসাবাদ। এনসিবি জানিয়েছে তদন্তের কাজে এবং জেরার যথেষ্ট সহযোগিতা করেছেন শাহরুখ-পুত্র। কিন্তু তা সত্বেও মুক্তি পেলেন না শাহরুখপুত্র আরিয়ান খান।

advt 19