মেট্রো বাড়ছে এবারের পুজোয়

এবছর পুজোর (Durga puja Festival) দিনগুলোয় অন্য বছরের তুলনায় মেট্রো (Metro Rail) সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সপ্তমী থেকে নবমী সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো রেল তবে দশমীর দিন রাতে সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো চলবে। সপ্তমী থেকে নবমী সন্ধ্যার ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। মেট্রো সূত্রের খবর, সপ্তমী থেকে নবমী সকাল ১০টা থেকে রাত ১২টার মধ্যে ২০৪টি করে ট্রেন চলবে। এরমধ্যে ১৭১টি ট্রেন কবি সুভাষ থেকে দমদমের মধ্যে চলবে।

মেট্রো সূত্রের খবর, সপ্তমী থেকে নবমী পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১২টার মধ্যে ২০৪টি করে ট্রেন চলবে। যার ১৭১টি ট্রেন কবি সুভাষ থেকে দমদমের মধ্যে চলবে। তবে শুধুমাত্র স্মার্ট কার্ড দিয়ে মেট্রোয় যাতায়াত করতে হবে। সেজন্য মেট্রোর সব ক’টি স্টেশনেই লক্ষাধিক নতুন স্মার্ট কার্ডের ব্যবস্থা থাকছে। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা কত ক্ষণ খোলা থাকবে, এখনও সেই সিদ্ধান্ত হয়নি।

advt 19

 

Previous articleজামিন পেলেন না আরিয়ান, ১৪ দিনের জেল হেফাজত দিল আদালত
Next articleখুব শীঘ্রই অনুরাগীদের সুখবর দেবেন মিমি!!