উৎসবের মরসুমে কড়া সতর্কবার্তা দিল স্বাস্থ্য মন্ত্রক

অক্টোবর থেকে ডিসেম্বর। টানা উৎসবের মেজাজে দেশবাসী। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পরেই নবরাত্রি। এরপরেই সারি দিয়ে দীপাবলি-কালীপুজো। শেষে ক্রিসমাস। এর মাঝে আবার অনুষ্ঠানবাড়ি তো রয়েছেই। উৎসবের মরশুম শেষ হতে না হতেই শুরু বিয়েবাড়ির মরশুম। ফলে টানা উৎসব বাড়াচ্ছে কোভিড সংক্রমণের আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকেই আগেভাগে কড়া সতর্কবার্তা দিল স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)।

সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) জয়েন্ট সেক্রেটারি লভ আগরওয়াল (Lav Agarwal ) জানান, উৎসবের মরশুম আর বিয়ের মরশুমে উপচে পড়া ভিড় সংক্রমণের মাত্রা আরও বাড়িতে দিতে পারে। সামনের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস সকলের সতর্ক থাকা প্রয়োজন। বেশিরভাগ অনুষ্ঠান অনলাইন বা ভার্চুয়ালি পালন করার পরামর্শ নিয়েছেন তিনি। পাশাপাশি ভিড় এড়িয়ে চলার পাশাপাশি করোনাভাইরাস সংক্রান্ত বিধি নিষেধও মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে করোনা গ্রাফ নিম্নমুখী থাকলেও, বৃহস্পতিবার একলাফে ২২ হাজারের গণ্ডি পেরিয়েছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের আগের ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ৪৩১ জন করোনা (Corona) আক্রান্ত হয়েছেন। দেশে একদিনে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ৩১৮ জন।

আরও পড়ুন- ঝাড়গ্রামের ‘মিনি জু’ থেকে উধাও চিতাবাঘ: তল্লাশি বন দফতরের, এলাকায় আতঙ্ক

advt 19

 

 

Previous articleচেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত জয় পাঞ্জাবের, ম‍্যাচের সেরা রাহুল
Next articleশান্তিপুর উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী রাজু পাল, বাকি তিন কেন্দ্রে বামেদের সমর্থন