Tuesday, November 4, 2025

ফের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর মুখোমুখি ভারত-চিন সেনা, সীমান্তে অনুপ্রবেশ নাকি অন্য অভিসন্ধি?

Date:

Share post:

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ফের ভারত-চিন মুখোমুখি। তবে এবার লাদাখ সীমান্তে নয়, এবার অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রায় ২০০ চিনা সেনার উপস্থিতির খবর মিলল।  দুই দেশের সেনাবাহিনী টহলদারির সময় এক জায়গায় মুখোমুখি চলে আসে দু’দেশের সেনা। প্রোটোকল অনুযায়ী দুই স্থানীয় কমান্ডারের মধ্যে আলোচনার পর উভয় দেশের জওয়ানদের সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন:রুটিন মেনে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত মধ্যবিত্তর

সূত্রের খবর, গত সপ্তাহেই রুটিনমাফিক টহলদারির সময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের বুম লা এবং ইয়াংটসের মধ্যে এই ঘটনা ঘটে৷ তিব্বতের দিক থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে প্রায় দুশো চিনা সেনা৷ ভারতীয় অংশের অনেকটা কাছাকাছি এসে পড়ে চিনা সেনা।  সূত্রের দাবি, ভারতীয় সেনা প্রায় ২০০-র কাছাকাছি চিনা সেনাকে সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে ঢুকতে বাধা দেয়। ভারত সরকারের শীর্ষ সূত্রে জানা গেছে, এবার বেশ কিছু চিনা সেনাকে আটক করে রাখে ভারতীয় বাহিনীও৷  দুই দেশের সেনাবাহিনীর কম্যান্ডারদের খবর দেওয়া হলে তারা আলোচনার মাধ্যমে ওই সমস্যার সমাধান করে নেন এবং আটক চিনা সেনাদের ছেড়ে দেওয়া হয়৷ ফলে এই টানাপোড়েনে কোনও পক্ষেরই কোনও ক্ষতি হয়নি।

এরআগে গত বছরের মার্চ মাসে পুর্ব লাদাখে  প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে ঘিরে ভারত ও চিনের সেনা যে সংঘর্ষে জড়িয়েছিল, তার রেশ এখনও রয়ে গিয়েছে। একাধিক জায়গা থেকে দুই বাহিনীর সেনা প্রত্যাহার করা হলেও গোগরা, হট স্প্রিং, দেপস্যাংয়ের মতো সংঘর্ষস্থলগুলিতে এখনও সেনা মোতায়েন রয়েছে। গত সপ্তাহেই ভারতীয় সেনা প্রধান নারাভানে জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই ফের মুখোমুখি হতে পারে ভারত ও চিন। এরপর থেকে লাদাখকে ঘিরে লাগাতার দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। তবে লাদাখে চিনা সেনার অনুপ্রবেশ ঠেকাতে তৈরি ভারত সেনা। পূর্ব লাদাখে মোতায়েন করা হয়েছে এম-৭৭৭ ও কে নাইন বজ্র হাউইৎজার কামান।নিয়ম মেনে চলছে মহড়াও।

advt 19

 

spot_img

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...