Sunday, November 9, 2025

রক্তদান শিবিরের পাশাপাশি ও সুন্দরবনের দুঃস্থ শিশুদের সাহায্যে এগিয়ে এল কলেজ স্কোয়ার পুজো কমিটি

Date:

Share post:

প্রাক-প্লাটিনাম জয়ন্তী বর্ষে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি ও কফি হাউস সোশ্যাল সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও সুন্দরবনের দুঃস্থ শিশুদের উপহার সামগ্রী প্রদান কর্মসূচি।

উৎসবের মরসুমে রক্তের যোগান সঠিক রাখতে, সামাজিক দায়বদ্ধতা থেকে কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটিতে কোভিড বিধি মেনে সুষ্ঠ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির রক্তদান শিবির। এই শিবিরে তরুণ তুর্কি যুবক-যুবতীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যার মধ্যে অনেকেই আবার প্রথমবারের রক্তদাতা। সামাজিক সচেতনতা এবং দায়বদ্ধতা যে পুজো কমিটিগুলির কর্তব্যের মধ্যে পড়ে, তা আবার মনে করিয়ে দিল কলকাতার এই ঐতিহ্যশালী পুজো।

অন্যদিকে বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো কে কেন্দ্র করে কলকাতা যখন আলোক সজ্জায় আলোকিত হয়ে উঠছে, তখনই কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি উদ্যোগ নিয়ে পৌঁছে গিয়েছিলো সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এ প্রত্যন্ত গ্রামে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে।

প্রায় ১৭০ টি শিশুর হাতে নতুন জামা কাপড় সঙ্গে ১০০ জন শিশুর জন্য গুঁড়ো দুধের প্যাকেট সহ ম্যাগি, কেক, বিস্কুট, গায়ে মাখার সাবান, ক্রীড়া সামগ্রী হিসেবে কিছু ফুটবল, দাবা, ফ্লাইং ডিস, ব্যাডমিন্টন এর র‌্যাকেট ইত্যাদি তুলে দেওয়া হয়।এছাড়াও ৭০ জন মহিলা দের জন্য শাড়ি এবং ১০০ জন পুরুষ-মহিলা নির্বিশেষে ছাতাও তুলে দেওয়া হয় পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে।

এই বছর তাদের থিম, “আঁধার কাটিয়ে, বাজল তোমার আলোর বেনু।” গতকাল এই পুজোর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সৌগত রায়, তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, শিখা মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

 

advt 19

 

 

 

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...