নবান্নের ১৪ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

নবান্নের(Nabanna) ১৪ তলায় আগুন। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ১৪ তলার মোবাইল টাওয়ার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন।

আরও পড়ুন: উৎসবের মধ্যেই জঙ্গি অভিযান, উপত্যকা-সহ একাধিক রাজ্যে তল্লাশি এনআইএ-র

নবান্নের ১৪ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তীব্র আতঙ্ক তৈরি হয়। নবান্নে উপস্থিত দমকল বাহিনীই  আগুন নেভায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ(Police) এবং প্রশাসনের আধিকারিকরা। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে খবর। এই ঘটনায় বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলে দমকল সূত্রে খবর। উল্লেখ্য, নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস।

advt 19