যাবতীয় সমালোচনার জবাব দিয়ে সাফ কাপের ( SAFF CUP) ফাইনালে নেপালকে( Nepal) হারিয়ে অষ্টমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত ( India)। ম্যাচে গোল করছেন, গোলের সংখ্যায় ছুয়েছেন লিয়োনেল মেসিকেও। কিন্তু এত কিছুর পরও বাড়তি উচ্ছাস দেখাতে নারাজ ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। বরং ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করাই লক্ষ্য সুনীলের গলায়। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন ভারত অধিনায়ক।

সুনীল বলেন,” এ বারের সাফ জয়ের তাৎপর্যই আলাদা। প্রথম দু’টি ম্যাচ আমরা একেবারেই ভাল খেলতে পারিনি। প্রত্যাশা অনুযায়ী শুরু করতে না পারলেও শেষটা দুর্দান্ত হয়েছে। দলের প্রত্যেকের জন্য আমি গর্বিত। তবে এখনেই শেষ না। আমাদের লক্ষ্য ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করা।”

আরেক ফুটবলার প্রীতম কোটাল বলেন,”সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ট্রফি জিতবে, এটাই তো স্বাভাবিক। এর জন্য বাঁধনহারা উৎসবে মেতে ওঠার কোনও কারণ নেই। প্রতিযোগিতার শুরুটা আমাদের ভাল না হলেও ঠিক সময়ে আমরা ঘুরে দাঁড়িয়েছি।”
আরও পড়ুন:ফেরালেন প্রস্তাব, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচের দায়িত্ব নিতে নারাজ লক্ষণ
