Thursday, August 21, 2025

সরছে নিম্নচাপ, লক্ষ্মীবারেই একটানা বৃষ্টির হাত থেকে রেহাই পাবেন বঙ্গবাসী

Date:

Share post:

গত তিনদিন ধরে বৃষ্টির হাত থেকে রেহাই না পেলেও আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত চলবে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ  ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:“নবমীতে কাঁটা বেছে মাছ খেতে হবে”, বিজেপি নেতাকে কটাক্ষ বাংলা পক্ষের

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপটি ছিল সেটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বিহারের উপর অবস্থান করছে। যার জেরে আগামী ২৪ ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত চলবে। উপকূলের কাছাকাছি যে জেলাগুলি বিশেষ করে দুই ২৪ পরগনা, মেদিনীপুর ও হাওড়ায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। বৃহস্পতিবার থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে।  উত্তরবঙ্গের পাঁচটি জেলা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। এ দিনও উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আজও উত্তরবঙ্গের আকাশ মেঘলাই থাকবে৷ তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে বৃষ্টি বাড়ার কথা৷ ফলে পাহাড়ের পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে৷

আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টা কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে থাকবে মেঘলা আকাশ। কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস, যারা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় শহরে ৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।অন্যদিকে, প্রবল বৃষ্টিতে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। কালিম্পং পুরসভার একাধিক ওয়ার্ডে ধস নামতে শুরু করেছে। ক্ষতিগ্রস্থ বহু মানুষ। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের পর থেকেই রাজ্যের উপর থেকে নিম্নচাপের প্রভাব কমতে শুরু করবে। ফলে একটানা বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে বঙ্গবাসীর।
advt 19

spot_img

Related articles

নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা: উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে সুদর্শন রেড্ডির শপথ

আমার জীবন জনগণের সেবায় নিয়োজিত। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে একজন আইনের ছাত্র হিসেবে ভারতের গণতান্ত্রিক প্রথা,...

“ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা নিজেকে প্রমাণ করার ছিল”: জবি জাস্টিন

ইস্টবেঙ্গল (Eastbengal) তাঁকে ছেড়ে দিয়েছিল। একটা সুযোগ খুঁজছিলেন নিজেকে প্রমাণ করার। ডুরান্ডের (Durand Cup) সেমিফাইনালেই প্রাক্তন দল ইস্টবেঙ্গলের...

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...