Saturday, August 23, 2025

একনাগাড়ে বেড়েই চলেছে জ্বালানি দাম, সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেল

Date:

Share post:

মাঝে দু’-একদিনের বিরতি। ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। রেকর্ড হারে জ্বালানির দামবৃদ্ধি রোজকারনামচা হয়ে দাঁড়িয়েছে। আজ ১০৭ টাকা ছাড়িয়ে গেল পেট্রোল। লিটার প্রতি ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ১০৭ টাকা ১১ পয়সা। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেলও। লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৮ টাকা ৩৮ পয়সা। করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে তখনই আকাশছোঁয়া দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের।

আরও পড়ুন:জেলে গিয়ে এই প্রথম আরিয়ানের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান

এদিকে প্রতিদিনই রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেলের দাম। উত্‍সবের মরসুমে ছ্যাঁকা দিচ্ছে পেট্রোপণ্যের দাম। আনন্দের মাঝেও বিষাদের সুর মধ্যবিত্তের গলায়। পরিসংখ্যানে দেখা গিয়েছে, শুধুমাত্র অক্টোবর মাসেই  কলকাতায় ডিজেলের দাম বেড়েছে লিটারে প্রায় পাঁচ টাকা। গত ২০ দিনে পেট্রোলের দাম লিটারে বেড়েছে সাড়ে চার টাকারও বেশি। এক বছরে পেট্রোল লিটারে ২৪ টাকারও বেশি, আর ডিজেল প্রায় ২৫ টাকা বেড়েছে।একদিকে রান্নার গ্যাসের দাম একশোর গণ্ডী পেরিয়ে এবার হাজার টাকার দিকে এগোচ্ছে। তারমধ্যে প্রায় রোজই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম।কেরল-সহ মুম্বইয়ে ইতিমধ্যেই ডিজেলের দাম সেঞ্চুরির গণ্ডি ছাড়িয়েছে। তারপরই কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়ে আক্রমণ শানিয়েছে। কংগ্রেস নেতা ভি ডি সাথীসান বলেন, তেলের দামবৃদ্ধি জন-বিরোধী রাজনীতির আদর্শ উদাহরণ। তাঁদের শোষণ করা হচ্ছে, যাঁরা অতিমারিতে বিপর্যস্ত। এটা দেশবাসীর বিরুদ্ধে অপরাধ।

জ্বালানির দামবৃদ্ধি প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব প্রসেনজিৎ সেন বলেন, ক্রুড অয়েল কিনে সঙ্গে সঙ্গে পেট্রোল, ডিজেল তৈরি করলাম এমন নয়, ৬ মাস আগে কেনা হয়, পুরনো তেল এখন বিক্রি হচ্ছে তখন কম দামে কেনা হয়েছিল।পাম্প মালিকদের দাবি, লাগামছাড়া পেট্রোল, ডিজেলের জন্য মার খাচ্ছে ব্যবসা। একজন বললেন, যত দাম বাড়বে তত বিক্রি কমবে, পরিবহণ খরচ বাড়বে এর নেতিবাচক প্রভাব পড়বে।
advt 19

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...