দুটি শর্ত মানলে বিদেশ থেকে আসা যাত্রীদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না 

দুটি শর্ত মানলে বিদেশ থেকে আসা যাত্রীদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না। বিমানবন্দরে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখালে তাঁদের বিমানবন্দর থেকেই গন্তব্যে চলে যেতে দেওয়া হবে। বুধবার করোনা সংক্রান্ত নতুন একটি নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্র। নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন নিয়ম কার্যকর হবে।

 

শর্ত দুটি হল, প্রথমত বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানযাত্রার অন্তত ১৫ দিন আগে হু অনুমোদিত দু’টি টিকা নিতে হবে। দ্বিতীয় শর্ত, বিমানবন্দরে করোনার আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। যদিও পরবর্তী ১৪ দিন নিজেদের শারীরিক অবস্থার দিকে নজর রাখতে হবে তাঁদের।

তবে সব দেশের যাত্রীরা এই সুবিধা পাবেন না। ১১টি দেশ অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেপাল, বেলারুস, লেবানন, আর্মেনিয়া, ইউক্রেন, বেলজিয়াম, হাঙ্গেরি এবং সার্বিয়া। এই দেশগুলি থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ থাকবে কারণ ভারতের সঙ্গে একমাত্র এই দেশগুলির টিকা সংক্রান্ত পারষ্পরিক বোঝাপড়া হয়েছে।

আগামী ২৫ অক্টোবর থেকে কার্যকর হবে নতুন নিয়ম। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিয়মই জারি থাকবে।

advt 19

 

 

Previous articleএকনাগাড়ে বেড়েই চলেছে জ্বালানি দাম, সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেল
Next articleউয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় ম‍্যানইউর, দু’গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে হারাল আটালান্টাকে