Saturday, December 20, 2025

দলের ভরাডুবির দায় চাপাতে ফের বেলাগাম তথাগত, কৈলাসের সঙ্গে সারমেয়র ছবি পোস্ট!

Date:

Share post:

বিধানসভায় দলের ভরাডুবির দায় চাপাতে ফের অশালীন মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। বাংলায় বিজেপির হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রবিবার বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra) বলেন, ”ভোটের আগে তৃণমূল থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। চলচ্চিত্র জগৎ থেকে আসা ব্যক্তিদের নিয়ে বেশি মাতামাতি হয়েছিল। ফলে কোণঠাসা হয়ে পড়েছিলেন পুরানো নেতা-কর্মীরা। আসলে কৌশল যে ভুল হয়েছিল।” এবার অনুপমের বক্তব্যকে সমর্থন করতে গিয়ে অভিনেত্রীদের ‘অপমান’ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

 

সোমবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে তথাগত লেখেন,

“তৃণমূলের নেতাদের অতিরিক্ত গুরুত্ব দেওয়াতেই ভরাডুবি। দলের পুরোনো নেতাদের গুরুত্ব না দেওয়াটা ঠিক হয়নি।-বিজেপির কেন্দ্রীয় সচিব অনুপম হাজরা। বয়সে ছোট এবং অভিজ্ঞতায় সীমিত হলেও অনুপমের বিবৃতি প্রণিধানযোগ্য।” এরপরেই তথাগত লেখেন,

“এবার বিজেপি এমন লোককে টিকিট দিয়েছিল যিনি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন (শিখা মিত্র)। তিনটে নগরীর নটী টিকিট পেয়ে মদনের সঙ্গে জলকেলি করেছে, তারপর হেরে গিয়ে ভ্যানিশ হয়ে গেছে। পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?”

 

 

 

দলের সিদ্ধান্তকে সমালোচনা করতে গিয়ে তথাগত রায় নিজেরই দলের প্রার্থীদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বসলেন। তবে এই প্রথম নয়, যখন চিত্রতারকাদের টিকিট দিয়েছিল গেরুয়া শিবির তখনও এই ধরনের মন্তব্য করেছিলেন তথাগত। তা নিয়ে দলের মধ্যেই সমালোচনা হয়। তা সত্ত্বেও তথাগত আছেন তথাগততেই। অশালীন মন্তব্য করে শুধু নিজের দলের সমালোচনা নয়, বাংলার অভিনেত্রীদেরও তথাগত অপমান করেছেন বলে সমালোচনা করেছেন নেটিজেনরা।

 

তবে এখানেই শেষ নয়, নিজের দলের নেতার মুখের সঙ্গে একটি সারমেয়র ছবি দিয়েও পোস্ট করেন তথাগত। মোবাইল নেটওয়ার্কের অত্যন্ত জনপ্রিয় একটি বিজ্ঞাপন- যেখানে একটি পাগ জাতীয় সারমেয় কখনোই তার প্রভুকে ছাড়ে না, সেই পাগটির ছবি পোস্ট করেন তথাগত। পাশে ছবি দেন বিজেপি (Bjp) নেতা কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijaybargiya)। এবং ফটো ক্যাপশন এ লেখেন “ভোডাফোন আবার পশ্চিমবঙ্গে।”

 

বিধানসভা ভোটের পর থেকেই তথাগতর নিশানায় ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন ও শিবপ্রকাশ। দলবদলুদের বিজেপিতে আনার জন্য এই চারজনকেই বরাবর কাঠগড়ায় তুলেছেন তিনি। এদিন ফের দলবদলুদের নিশানা করে টুইটের পর কৈলাশ বিজয়বর্গীর সঙ্গে সারমেয়র ছবি পোস্ট করে এই বিষয় নিয়ে তাঁকেই নিশানা করলেন তথাগত।

 

এর আগে দলীয় প্রার্থীদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের পরেও দলটাকে খুব একটা সতর্ক করেছিল বলে মনে করে না রাজনৈতিক মহল। তবে, এদিন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে সারমেয়র ছবি পোস্ট করার পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে কী বার্তা দেন সেটাই দেখার।

advt 19

 

 

 

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...