দেরিতে হলেও রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু নাছোড়বান্দা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আগামী ২ দিন দক্ষিণ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকেই সপ্তাহান্তে শীতের আমেজ উপভোগ করবেন রাজ্যবাসী।

আরও পড়ুন:তামাকজাত পণ্য কেনাবেচা নিষিদ্ধ করল রাজ্য
গত সপ্তাহ থেকেই জানানো হয়েছিল, চলতি সপ্তাহেই রাজ্যজুড়ে প্রাক শীতের আমেজ উপভোগ করবেন রাজ্যবাসী। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহ থেকেই শুষ্ক আবহাওয়া শুরু হতে পারে। দিনের তাপমাত্রা খানিকটা বাড়লেও , রাতের তাপমাত্রা কমবে। যদিও আবহাওয়া দফতরের কথামত শহরে শীতের তেমন আমেজ না পাওয়া গেলেও রাতের দিকে হিমেল হাওয়া এবং ভোরে ঘাসের উপর ফোঁটা ফোঁটা শিশিরবিন্দু-র দেখা পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে শীতল হিমেল বাতাস জানান দিচ্ছে ,কড়া নাড়ছে শীত।

রোদ ঝলমলে আকাশের দেখা মিললেও আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ প্রধানত মেঘলা থাকবে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ, ন্যূনতম ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৭.০ মিলিমিটার।

