Friday, November 28, 2025

চৈত্র সেলের মতো বিজেপিকে দল বেচেছে কংগ্রেস-সিপিএম: শান্তিপুরে তোপ দাগলেন অভিষেক

Date:

Share post:

উপনির্বাচনের প্রচারে শান্তিপুরে গিয়ে একযোগে কংগ্রেস-সিপিএম-বিজেপির (Congress-Cpm-Bjp) বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, শান্তিপুরের (Shsntipur) তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে সভা করেন অভিষেক। সেখানেই তিনি বলেন, বিজেপিকে আটকানোর ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। সর্বভারতীয় দল হলেও কংগ্রেস-সিপিআইএম চৈত্র সেলে তাদের দল বিজেপিকে বেচে দিয়েছে বলে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেন, ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে তৃণমূলকে আটকে রাখা যাবে না। ধমকে-চমকে তৃণমূলকে ভয় দেখানো যায় না।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২৪-এ বিজেপিকে আটকানোর ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, বিজেপি যদি আরেকবার ক্ষমতায় আসে, তাহলে সারা দেশ আফগানিস্তানে পরিণত হবে।

আরও পড়ুন: বটলিং প্ল্যান্ট-বাংলা ডেয়ারি-পর্যটন: ‘সোনার খনি’ পাহাড়ে একাধিক শিল্প স্থাপনের দিশা মুখ্যমন্ত্রীর

এদিন বাংলাদেশ সাম্প্রতিক হিংসার প্রসঙ্গ তুলেও গেরুয়া শিবিরকে আক্রমণ করেন অভিষেক। বলেন, বাংলাদেশের ঘটনা নিয়ে এখানে রাজনীতি করতে চাইছে বিজেপি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শান্তিপুর ও দিনহাটায় প্রার্থী হয়েছিলেন বিজেপির ২জন সাংসদ। ভোটে জিতেও রাজনৈতিক লালসার কারণে জনগণের রায়কে তাঁরা প্রত্যাখ্যান করেন বলে অভিযোগ অভিষেকের। তিনি বলেন, “এবার এমন ভোট দেবেন, ৫০ বছর যেন এই রায় বিজেপি মনে রাখে।” ৫০ হাজারেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী জয়ী হবেন বলে প্রত্যয়ী অভিষেক।

শান্তিপুরে না জিতলেও উন্নয়নের কাজ করেছে রাজ্য সরকার অভিষেক বলেন ভোটের সময় যারা বিজেপিকে রাস্তায় দেখা যায় না অথচ যেকোনো বিপদের সময় পাশে থাকে তৃণমূল। বলেন, সমালোকরাও লক্ষ্মীর ভাণ্ডারের সুফল নিচ্ছেন। তৃণমূল সাংসদ বলেন, বিজেপি কোভিডের থেকেও বাজে ভাইরাস। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাইরাসের ভ্যাকসিন। ভাইরাস মুক্ত নদিয়া এবং ভাইরাস মুক্ত ভারত গড়তে ৩০ অক্টোবর তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

spot_img

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...