সশস্ত্র রক্ষী নিয়ে বুথে নিশীথ! বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের

দিনহাটার ভেটাগুড়িতে ভোট দিতে গিয়ে সশস্ত্র নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে বুথে ঢোকার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) বিরুদ্ধে। দিনহাটার ভেটাগুড়ির লালবাহাদুর শাস্ত্রী হাইস্কুলে ভোট দিতে যান নিশীথ। অভিযোগ, তাঁর সঙ্গে ছিল কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। বিধানসভা উপনির্বাচনে এভাবে সশস্ত্র বাহিনী সঙ্গে নিয়ে ভোট দিতে যাওয়া ঘিরে বিধিভঙ্গ হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল (Tmc)। এর আগেও বিজেপি (Bjp) ও বিএসএফ (Bsp) মিটিং ঘিরে নির্বাচনের আগে বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। এবারে সশস্ত্র নিরাপত্তাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট দিতে যাওয়ায় বিতর্ক শুরু হল।

যদিও নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠ মহলের দাবি, যে সশস্ত্র বাহিনী বুথের ভিতরে যাননি। বাইরে ছিল।