Sunday, November 9, 2025

ইডেনে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ফিরছে দর্শক

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের ( t-20 world cup) দামামা শেষ করেই ভারত ( India) সফরে আসছে নিউজিল্যান্ড ( New Zealand )। ভারতে দুটি টেস্ট এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে কিউয়িরা। জয়পুর, রাচি এবং কলকাতায় হবে সেই ম‍্যাচ। ২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে খেলতে নামবে বিরাট কোহলিরা। আর সেই ম‍্যাচে ভরা ইডেনেই সম্ভবত ম্যাচ খেলতে চলেছেন রোহিত-উইলিয়ামসনরা।

শুক্রবারই রাজ্য সরকার স্টেডিয়ামে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় খুশি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সিএবি এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে। টি-২০ বিশ্বকাপের পরই ভারতে আসছে নিউজিল্যান্ড। টি-২০ সিরিজ দিয়ে উইলিয়ামসনদের সফর শুরু। সিরিজের শেষ টি-২০ অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে। ভরা ইডেনেই সম্ভবত ম্যাচ খেলতে চলেছেন রোহিত-উইলিয়ামসনরা। সিরিজের বাকি ম্যাচগুলিতেও হয়তো মাঠে ফিরতে চলেছে দর্শক। সিএবি কর্তারা মনে করছেন, ৭০ শতাংশ না হলেও অন্তত ৩০-৩৫ হাজার দর্শক তো ইডেন গার্ডেন্সে বসে খেলা দেখতেই পারেন। ইডেনে এখন ৬৮ হাজার দর্শক খেলা দেখতে পারেন। ৭০ শতাংশ দর্শক হলে সংখ্যাটা হবে ৪৭-৪৮ হাজার। তাই কার্যত ভরা ইডেনেই ম্যাচ হবে। একটু আশঙ্কার ব্যাপার হচ্ছে, পুজোর পর কলকাতা তথা রাজ্যে কোভিড সংক্রমণ বাড়ছে। তবে সেটা যদি আগামী কয়েক সপ্তাহে নিয়ন্ত্রণে থাকে, তাহলে দু’বছর পর ইডেনে আন্তর্জাতিক ম্যাচের প্রত্যাবর্তন বেশ আকর্ষণীয় হতে যাচ্ছে।

এই প্রসঙ্গে এক সিনিয়র কর্তা বললেন, ‘‘মাঠে দর্শক প্রবেশের ব্যাপারে বিসিসিআই কী নির্দেশ দেয় সেটাও গুরুত্বপূর্ণ। আমরা যা সিদ্ধান্ত নেব, বোর্ড ও সরকারি গাইডলাইন মেনেই করব।’’ বোর্ড সূত্রে খবর, মাঠে সীমিত সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। এবং সঙ্গে টিকিট থাকলেও ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র হাতে থাকলেই স্টেডিয়ামে ঢোকার অনুমতি মিলবে।

আরও পড়ুন:দলে ফিরলেন কুইন্টন ডি’কক, শ্রীলঙ্কার বিরুদ্ধে হাঁটু মুড়ে বসে করলেন বর্ণবিদ্বেষের প্রতিবাদ

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...