ডিসেম্বরেই ত্রিপুরায় আসবেন নেত্রী, জানিয়ে দিলেন অভিষেক

সোমনাথ বিশ্বাস, আগরতলা : আগরতলার মঞ্চ থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ত্রিপুরায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কটাক্ষ আর আক্রমণে এদিন শানিত ছিলেন অভিষেক। বলেন, বিপ্লব দেব সরকারের শেষের শুরু হয়ে গিয়েছে। এখান থেকে সভা সরিয়ে আস্তাবলের মাঠে সভা করতে বলা হয়েছিল। কারণ কী? এখানে নাকি করোনা সংক্রমণের সম্ভাবনা আছে। আর আস্তাবলের মাঠে নেই? ওটা করোনা ফ্রি জায়গা? আমি পুলিশকে বলছি, এবার ওই আস্তাবলের মাঠেই সভা হবে। ওখানেই আমাদের নেত্রী মঞ্চে উঠবেন। শুধু তাই নয়, কালীপুজো, ভাইফোঁটা পেরতে দিন, আমি নভেম্বর মাসে অন্তত দুই থেকে তিনবার আসব। আর ১৩ মাস পর বিধানসভা ভোটের আগে এখানে ঘর ভাড়া নিয়ে থাকব। দেখি আমাদের হারানোর কতো ক্ষমতা রয়েছে বিপ্লব দেবের। এই সরকারের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। মানুষই শেষ রায় দেবেন।

আরও পড়ুন:বিস্ফোরক তথাগত : যতদিন যাচ্ছে কৈলাশের উপর ঘৃণা বাড়ছে