Friday, November 7, 2025

নিউজিল্যান্ড ম্যাচে ইশান কিষান কে দিয়ে ওপেন করানো একদমই মানতে পারছেন না বীরেন্দ্র সেওয়াগ

Date:

Share post:

নিউজিল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইশান কিষান কে দিয়ে ওপেন করানো একদমই মেনে নিতে পারছেন না বীরেন্দ্র সেওয়াগ। তার মত, এটাই ছিল সবথেকে বড় ভুল। রবিবার কেএল রাহুলের সঙ্গে ওপেনিং করেন ইশান কিষান। তিন নম্বরে নামেন রোহিত শর্মা। ওপেনিংয়ে এই চমক একদমই কাজে লাগেনি বিরাটদের।সেওয়াগ ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুন- নির্বাচন লড়তে আমি প্রস্তুত, তবে সিদ্ধান্ত মমতা দিদি নেবেন: বললেন লিয়েন্ডার পেজ

তিনি তুলনা টানেন ২০০৭-এর বিশ্বকাপের।
সেওয়াগ মনে করেন, ভারতীয় দলের বর্তমানে সেট ওপেনিং জুটি রোহিত ও রাহুলের। সেটাকে ভাঙা উচিত হয়নি। তিনি বলেন, ‘২০০৭ সালে যখন সচিন তেন্ডুলকর নিজেকে বিশ্বকাপ থেকে সরিয়ে নিলেন তখন আমি আর রবিন উথাপ্পা ওপেনিং করি। আমাদের বেলায় সচিন-সৌরভের ওপেনিং জুটি ছিল। বাকিরা ব্যাটিং অর্ডারের যেকোনও জায়গায় মানিয়ে নিত পারত।’

বীরু মনে করেন, ইশান কিষান যেহেতু আক্রমণাত্মক ব্যাটিং করে তাই ইশানকে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারের যে কোনও জায়গায় নামানো যেত। কিন্তু ওপেনিং জুটি ভাঙা উচিত হয়নি।
তিনি বলেন, ‘ইশান আক্রমণাত্মক ব্যাটিং করে। ও সেটা মিডল অর্ডারেও করতে পারবে। একজন ওপেনার পক্ষে মিডল অর্ডারে ব্যাট করাটা খুব কঠিন। ইশান তো মিডল অর্ডারেই ব্যাট করে। কয়েকটা ম্যাচ ও ওপেনিং করেছে। আমার মনে হয় ইশানকে ওপেনিংয়ে পাঠিয়ে ভারত প্যানিক বোতামটা টিপে দিয়েছে।’

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...