Sunday, November 9, 2025

চূড়ান্ত ভরাডুবি: উপনির্বাচনে ৩ কেন্দ্রেই জামানত জব্দ বিজেপির

Date:

Share post:

চূড়ান্ত ভরাডুবি বোধহয় একেই বলে। হাতে থাকা দু’টি আসন তো বেরিয়ে গেলই৷ উল্টে চারটি কেন্দ্রে উপনির্বাচনের(by poll election) মধ্যে তিনটি কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হল বিজেপি প্রার্থীদের(BJP candidate)। বাদ নেই বামেরাও, একই রকম ভাবে জামানত বাজেয়াপ্ত হয়েছে বাম প্রার্থীদেরও। সবকটি কেন্দ্রেই তৃতীয় স্থানে নাম উঠেছে বামেদের(Left)। অন্যদিকে দাপটের সঙ্গে সবকটি আসনই নিজেদের পকেটে পুরে নিল তৃণমূল (TMC)।

মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দিনহাটা, গোসাবা এবং খড়দহে জামানত বাঁচাতে ব্যর্থ বিজেপি প্রার্থীরা। কোনমতে মুখ রক্ষা করেছে শান্তিপুর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে গোহারা হারলেও জামানতটুকু বেঁচে গিয়েছে বিজেপির।

আরও পড়ুন:হিমাচলে ৩ বিধানসভা কেন্দ্রেই বড় জয় কংগ্রেসের, মুখ থুবড়ে পড়ল বিজেপি

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একটি কেন্দ্রে যত সংখ্যক ভোট পড়ে তার ৬ ভাগের অন্তত একভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয় প্রার্থীর। কমিশনের এই নিয়মের শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে দিনহাটা, গোসাবা এবং খড়দহের বিজেপি প্রার্থীরা। বামেদের অবস্থাতো আরো খারাপ। তিনটি কেন্দ্রে বিজেপির পরে তৃতীয় স্থানে নাম উঠেছে তাদের। ফলস্বরূপ রক্ষা হয়নি জামানত। কমিশনের রিপোর্ট অনুযায়ী, দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পেয়েছেন ১,৮৯,৫৭৫টি ভোট৷ সেখানে বিজেপি ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী পেয়েছেন যথাক্রমে ২৫,৪৮৬ ও ৬২৯০টি ভোট৷ তৃণমূলের জয়ের ব্যবধান ১,৬৪,০৮৯টি ভোট।

একইরকমভাবে খড়দহে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছেন ১,১৪,০৮৬টি ভোট৷ বিজেপি প্রার্থী জয় সাহা পেয়েছেন ২০,২৫৪ ভোট৷ আর সিপিএমের প্রাপ্তি মোট ১৬,১১০ ভোট৷ পাশাপাশি গোসাবা কেন্দ্রেও তৃণমূলের প্রাপ্ত ভোট ১,৬১,৪৭৪টি। বিজেপি পেয়েছে মাত্র ১৮,৪২৩ টি ভোট। আরএসপি পেয়েছে ৩০৭৮টি ভোট। তৃণমূলের জয়ের ব্যবধান ১,৪৩,০৫১টি ভোট।

অন্যদিকে সামান্য মুখ রক্ষা হয়েছে শান্তিপুরে। শান্তিপুরে তৃণমূল পেয়েছে ১,১২,০৮৭টি ভোট৷ বিজেপি ও সিপিএম পেয়েছে যথাক্রমে ৪৭৪১২ ও ৩৯,৯৫৮ ভোট৷ তৃণমূলের জয়র ব্যবধান প্রায় ৬৫ হাজার ভোট৷

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...