Sunday, August 24, 2025

৩১ ঘণ্টা পার, নদিয়ার জালালখালিতে এখনও চলছে রেল অবরোধ

Date:

Share post:

নয় নয় করে ৩১ ঘণ্টা পার। শিয়ালদা-লালগোলা শাখায় নদিয়ার জালালখালি হল্টে এখনও চলছে রেল অবরোধ। সমস্ত ট্রেনের স্টপেজের দাবিতে গতকাল সকাল ৭টা থেকে রেল অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।এই অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে একাধিক ট্রেন। কাজের দিন হওয়ায় রীতিমতো ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। অবরোধের জেরে অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে দূরপাল্লার ট্রেন।
করোনা আবহে রাজ্যে দীর্ঘদিন বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। রাজ্য সরকারের সম্মতিতে রবিবার থেকে ফের চালু হয়েছে লোকাল ট্রেন। ৬ মাস পর সর্বসাধারণের জন্য ফের চলতে শুরু করেছে লোকাল ট্রেনের।

৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু করার কথা বলা হলেও, প্রথম দিন থেকেই প্রতিটি ট্রেনে মারাত্মক ভিড় দেখা। কোথায় ৫০ শতাংশ যাত্রী! কোথায় সামাজিক দূরত্ব!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাতটা থেকে জালালখালি স্টেশনে রেললাইনে নেমে অবরোধ-বিক্ষোভ শুরু করেন এলাকার কয়েকশো বাসিন্দা। একেবারে রেললাইনের উপর শুয়ে-বসে, হাতে প্ল্যাকার্ড নিয়ে জালালখালি স্টেশনে ট্রেন থামানোর দাবিতে সরব হন তাঁরা।
অবরোধকারীদের দাবি, পূর্বরেলের শিয়ালদহ শাখার এটি বৃহত্তম মেন লাইন, শিয়ালদা থেকে লালগোলা যাওয়ার প্রধান শাখা। তাই সমস্ত লোকাল, প্যাসেঞ্জার সহ লালগোলার সব ট্রেন জালালখালি স্টেশনে দাঁড় করাতে হবে। এলাকাবাসীর অভিযোগ, জালালখালি স্টেশনে ট্রেন না দাঁড়ানোয় নিত্যরেলযাত্রীদের খুব সমস্যায় পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই সমস্যার কথা স্টেশন কর্তৃপক্ষ, প্রশাসন সহ জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। কিন্তু আজও সমস্যার সমাধান হয়নি। মিলেছে শুধু আশ্বাস। তাই এদিন রেল অবরোধের দিনভর কর্মসূচি রেখেছেন জালালখালি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা।

spot_img

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...