Thursday, August 21, 2025

বিরিয়ানি বিক্রেতাকে হুমকি হিন্দুত্ববাদীর! দিল্লিতে দোকান বন্ধ করল ব্যবসায়ী

Date:

Share post:

দীপাবলী উপলক্ষে দিল্লির সন্ত নগরে বিরিয়ানির দোকান দিয়েছিলেন এক মুসলিম ব্যক্তি।কিন্তু তখনও তাঁর কাছে অজানা ছিল হিন্দুত্ববাদীর কাছে তা কত বড় অপরাধ। ‘ভয় নেই আপনার?’ ঠিক এই ভাষাতেই হুমকি দিলে আলোর উৎসবের দিনে দোকান বন্ধ করতে বাধ্য হয়েছিলেন ওই ব্যক্তি।রাজধানীতে এহেন ন্যাক্কারজনক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমত ভাইরাল হয়ে উঠেছে। চাপের মুখে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করলও গোটা ঘটনার মূল পান্ডা তথা বজরঙ্গ দলের সদস্য নরেশ কুমার সূর্যবংশীর এখনও খোঁজ মেলেনি।
ঠিক কী ঘটেছিল দীপাবলীর দিন? ভিডিয়োতে দেখা যাচ্ছে , দিল্লির সন্ত নগরে এক মুসলিম বিরিয়ানি বিক্রেতার দোকানে হানা দেয় নরেশ কুমার সূর্যবংশী। ওই মুসলিম দোকানদার এবং দোকানের কর্মচারীদের রীতিমত হুমকি দেয় ওই ব্যক্তি। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন ওই দোকানের কর্মীকে। এরপরই জোর করে বাধ্য করেন দোকান বন্ধ করতে। এমনকি, দোকানে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিতেও শোনা গিয়েছে ওই ভিডিয়োতে।
ন্যাক্কারজনক ভিডিয়োটি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই তীব্র সমালোচনা শুরু হয়। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলির নিন্দা করার পাশাপাশি সমালোচনায় ঝড় বয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হাতে থাকা দিল্লি পুলিশকে নিয়ে। অনেকেই জানান, অমিত শাহের পুলিশ হিন্দুত্ববাদীদের অপরাধ দেখেও চোখ বুজে থাকে। পাশাপাশি অনেকে ভারতের সংবিধান ও ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ তুলে কড়া শাস্তির দাবি জানাতে থাকেন নেটমাধ্যমে। প্রবল চাপের মুখে অবশেষে নড়েচড়ে বসে পুলিশ। ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবেই পুলিশ ভারতীয় সংবিধানের ২৯৫A ধারায় (ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত) মামলা রুজু করেছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ কোনও অভিযোগ দায়ের করেননি বলে জানিয়েছে পুলিশ।

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...