উপনির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার পরই ইস্তফা দেওয়া উচিৎ ছিল, সুকান্তকে কটাক্ষ জয়ের

সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ই মেল করে দল ছেড়েছেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। দলে তাঁকে অবহেলা করা হচ্ছে, এই অভিযোগ তুলেই দল ছেড়েছেন অভিনেতা-রাজনীতিবিদ। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন জয়।

অভিনেতা-রাজনীতিবিদ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কে দল ছাড়ল তাতে কিছু এসে যায় না। জয় বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন না তখনও বিজেপি ছিল। ভবিষ্যতেও বিজেপি বিজেপির মতই থাকবে।’

এবার তাঁর দল ছাড়ার প্রসঙ্গে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে পাল্টা দিলেন জয় বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরেই তিনি বলেন, ‘বিধানসভা উপনির্বাচনে ৩ কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হওয়ার পরই রাজ্য সভাপতি পদে ইস্তফা দেওয়া উচিত ছিল সুকান্ত মজুমদারের।’

আরও পড়ুন- অন্যরকম জন্মদিন: রাজপথে অনুরাগীদের আনা কেক কেটে সেলফি তুললেন অভিষেক