Wednesday, August 27, 2025

প্রেমিকার সঙ্গে ব্রেকআপ ; দুই সন্তানের জনক প্রেমিকের আত্মহত্যা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

প্রেমিকার সঙ্গে ‘ব্রেকআপ’ (Break up ) হওয়ায় বিল্লাল হোসেন (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর তার কথিত প্রেমিকাও (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানা গেছে।

শনিবার (৬ নভেম্বর) রাতে যশোর শহরের খড়কী শাহ আব্দুল করিম রোড এলাকায় এই ঘটনা ঘটে। ওই নারী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, দুই সন্তানের জনক বিল্লাল মুরগির ব্যবসা করতেন। তার সঙ্গে এলাকার এক নারীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।
শনিবার সকালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এই ঘটনায় বিল্লাল রাত সাড়ে ৭টার দিকে ঘরের আড়াতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাশ যশোর জেনারেল হাসপাতালে রয়েছে। এই ঘটনা জানতে পেরে রাত ১২টার দিকে গলায় ফাঁস দেন ওই তরুণী। তবে বাড়ির লোকজন টের পেয়ে তাকে দ্রুত নামিয়ে হাসপাতালে ভর্তি করেন।

বিল্লালের বড়ভাই কালাম শেখ জানান, প্রেমের ফাঁদে ফেলে বিল্লালের কাছ থেকে বেশকিছু টাকা হাতিয়ে নিয়েছেন ওই তরুণী। গতকাল তাদের মধ্যে ঝামেলা হয়। এরপর টাকা ফেরৎ না পেয়ে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিল্লাল।

হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী বলেন, ‘বিল্লাল আমাকে ভালবাসতো। কিন্তু আমি তাকে পাত্তা দিতাম না। গতকাল সে আত্মহত্যা করে। এরপর থেকে তার স্বজনরা আমাকে দুষছেন। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। সে কারণে আমি আত্মহত্যার চেষ্টা করি।’

বিল্লালের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এসব মিথ্যা। তার কাছ থেকে কোনও টাকা-পয়সা নেওয়ার প্রশ্নই আসে না।

ওই তরুণীর বড়বোন বলেন, ‘বিল্লাল তাকে একতরফা ভালবাসতো। প্রায়ই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। আমার বোনেরও স্বামী-সন্তান রয়েছে। বিল্লালেরও দুটি সন্তান রয়েছে। তাকে কয়েক দফা বুঝিয়েছি। কিন্তু সে কথা শোনেনি।’

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...