Tuesday, November 11, 2025

কলকাতা-হাওড়ায় ডিসেম্বরে পুরভোট, আইনি পথে হাঁটতে পারে বিজেপি

Date:

Share post:

উপনির্বাচন মিটতেই পুরভোটের বাদ্যি বেজে গেল৷ মঙ্গলবার কলকাতা এবং হাওড়া পুরসভার নির্ঘণ্ট প্রকাশিত হল৷ ডিসেম্বরের মাঝামাঝি একই দিনে দুই পুরসভার ভোট হবে৷ ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা এবং হাওড়া পুরসভায় ভোটগ্রহণ হবে৷ ফল ঘোষণা ২২ ডিসেম্বর৷রাজ্যের প্রস্তাবে সায় দিয়ে দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

কয়েকদিনের মধ্যেই ভোটের বিজ্ঞপ্তি বের হবে৷ তবে মেয়াদ উত্তীর্ণ বাকি ১১০টি,  নতুন গঠিত ময়নাগুড়ি ও ফালাকাটা এবং বিধাননগর পুরসভায় কবে ভোট হবে, তা নিয়ে কোনও ঘোষণা করা হয়নি৷ জানা গিয়েছে, আগামী বছর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে ওই পুরসভাগুলিতে দুই অথবা তিন দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে৷

করোনা আবহে নির্ধারিত সময়ে পুরভোট করানো সম্ভব হয়নি৷ কলকাতা এবং বিধাননগরে শেষ পুর ভোট হয়েছিল ২০১৫ সালে৷ ২০২০ সালে বোর্ডের মেয়াদ শেষ হয়৷ বর্তমানে প্রশাসকমণ্ডলীর সাহায্যে পুরসভার কাজকর্ম চলছে৷ হাওড়া পুরসভাতেও বোর্ডের মেয়াদ ফুরিয়েছে অনেক দিন আগে৷ একই অবস্থা রাজ্যের বাকি পুরসভাগুলিতেও৷ ওই পুরসভাগুলিতে ভোট করতে চেয়ে গত মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে বৈঠকে বসে রাজ্য নির্বাচন কমিশন৷ সেই বৈঠকের পরই রাজ্যের দুটি পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়৷

অবশ্য এর বিরোধিতা করে আইনি পথে হাঁটতে পারে বিজেপি (BJP)। রাজ্যের বিরোধী দলের দাবি, ইতিমধ্যেই রাজ্যের সমস্ত পুরসভাগুলোর মেয়াদ ফুরিয়ে গিয়েছে। তাই একসঙ্গে সব পুরসভায় ভোট করাতে হবে।

রাজ্য বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) অভিযোগ, নিজেদের সুবিধার জন্য ধাপে ধাপে পুরভোট করাচ্ছে সরকার। ইতিমধ্যেই আইনজীবীদের পরামর্শ নিতে শুরু করেছেন বিজেপি (BJP) নেতারা। বিজেপি আইনি পথে হাঁটতে চাইলেও, আদৌ আদালতে তা ধোপে টিকবে না বলেই মত ওয়াকিবহালমহলের।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...