মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) নির্দেশে আগামী ১৬ নভেম্বর থেকে পঠন-পাঠন শুরু হচ্ছে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে। কিন্তু অফলাইন ক্লাস চালু হলেও সবাই একসঙ্গে এই ক্লাস করতে পারবে না । কারা, কীভাবে, কখন, কোথায় ক্লাস করবে তা স্থির করতে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) ও যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) বৈঠকে বসে । সেই বৈঠকে স্থির হয়েছে আপাতত স্নাতক প্রথম বর্ষের পড়ুয়ারা অফলাইন নয় অনলাইনে বাড়িতে থেকে ক্লাস করবে। আর বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস করবে তৃতীয় বর্ষের পড়ুয়ারা।

কলকাতা (Calcutta University) ও যাদবপুর (Jadavpur University) দুই বিশ্ববিদ্যালয়ই আপাতত নতুন পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রথম সেমিস্টারের ক্লাস অফলাইনে হবে না। আপাতত অনলাইনেই পঠন-পাঠন চলবে । তবে ১৬ নভেম্বর থেকেই অফলাইন পঠন পাঠন শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। তৃতীয় সেমিস্টারের পড়ুয়ারা ক্যাম্পাসে এসে ক্লাস করবে। যে বিভাগগুলিতে পড়ুয়ার সংখ্যা বেশি সে ক্ষেত্রে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ক্লাস হবে। আর যাদের পড়ুয়া সংখ্যা কম, তাদের প্রত্যেককেই কলেজে আসতে হবে। প্রাকটিক্যাল ক্লাস হবে অফলাইনে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে যে প্রথম বর্ষের পড়ুয়ারা আপাতত কলেজে আসবে না। বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা, স্নাতকোত্তরের প্রথম বর্ষের পড়ুয়ারা ও স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা অফলাইনে ক্লাস করবে। তারাই শুধু ক্যাম্পাসে আসবে।
