Wednesday, August 27, 2025

আমিও ছটপুজোর ব্রত করেছি, পুজোর প্রসাদ ঠেকুয়া খেতে চেয়ে মন্তব্য মমতার

Date:

Share post:

“মহিলারা তো তিনদিন আগে ছটপুজো (Chaath Puja) শুরু করে দেন। যেমন আমি। আমি শুধু চা খেয়েছি। আর কিছু খাইনি। কারণ কাল থেকে আমিও ছট পুজার ব্রত রেখেছি।” মঙ্গলবার দইহাটে ছট পুজোর উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেন, “আমি সব ব্রত পালন করি। দুর্গাপুজোয় যেমন করি, কালী পুজোয় করি। রমজান মাসেও আসি। বড়দিনের প্রার্থনাতেও যাই।”
তিনি বলেন,এই সব এলাকার সঙ্গে আমার মাটির যোগাযোগ। ১৯৮৪ সালে যখন এমপি তখন থেকে আসি। এমপি ল্যাড থেকে করে দিয়েছি। কলকাতা পুরসভা ১৩৮ ঘাট বানিয়েছে। সারা বাংলায় হয়েছে। অন্যান্য উৎসবের মতো এটাও গুরুত্বপূর্ণ।
মমতা জানান, আগে ছট পুজো উপলক্ষে রাজ্যে একদিন ছুটি থাকত। পরে তিনি জানতে পারেন ছট পুজো আসলে দু দিনের। তাই এবার থেকে দুই দিনের ছুটি থাকছে।
সর্বধর্ম সহিষ্ণুতার কথা বলে মুখ্যমন্ত্রী জানান, গুরু নানক হোক, মহাবীর জৈন হোক, সব ধর্মের জন্য… ‘আমরা চাই মানুষ সব ধর্ম পালন করতে পারুন। শুধু ছট নয়, গণেশপুজো করি। এখন বাংলায় প্রচুর গণেশ পুজো হয়। গঙ্গাসাগর মেলা হয়।’ বলেন, বিহার উত্তর প্রদেশ থেকে ৩০ লাখের বেশি মানুষ আসেন। তাঁর আমলে গঙ্গা সাগর মেলায় উন্নয়নের কথা তুলে ধরে বিজেপিকে খোঁচা দেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, আচ্ছেদিন বলে জিনিসপত্রের দাম বাড়ানো নয়, নোটবন্দি করা নয়। লক্ষ্মীর ভান্ডার করতে হয়, স্বাস্থ্যসাথী করতে হয়,স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে হয়। বিনামূল্যে রেশন দিতে হয়। সব পুজোকে সাহায্য করতে হয়। সবাই একসঙ্গে কাজ করতে হয়।
আপনারা তাড়াহুড়ো করবেন না। সময় নিয়ে পুজো করুন। আপনাদের মনোকামনা পূরণ হবে। আপনার ঘরে সূর্য দেবতা আলো দিন।কারো ঘর যেন অন্ধকার না থাকে।মুখ্যমন্ত্রীর কথায়, সবই মানবতার জন্য। আবার নিজের হিন্দি বলার দুর্বলতার কথা জানিয়ে আবার মমতা বলেন, তাঁর ‘টুটাফাটা হিন্দি’ নিয়ে যেন আবার ‘কন্ট্রোভার্সি’ না হয়।
আবার ছট পুজোর প্রসাদ ঠেকুয়া খেতে চেয়ে উদ্যোক্তাদের উদ্দেশে মমতার মন্তব্য, “এক-দুটো পাঠাবেন। বেশি ঠেকুয়া পাঠাবেন না। বেশি খেলে ১০০ কেজি হয়ে যাবে আমার।” “আগে শক্ত হত ঠেকুয়া। এখন নরম হয়। খেতে ভাল লাগে। কিন্তু বেশি খাওয়া হয়ে যায়। ওজন বেড়ে যায়।” হাসতে হাসতে বলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, শাস্ত্র মতে ছটপুজো সূর্য পত্নী ছঠি মাইয়ার পুজো। ছট মাতাকে আরেক মতে উষা বলা হয়। এই পুজোয় কোনও মূর্তি স্থাপন করা হয় না।তার স্পষ্ট কথা, ধর্ম যার যার উৎসব সবার। সবাই ভালো থাকুক।

spot_img

Related articles

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...