Sunday, August 24, 2025

স্বরাষ্ট্রসচিবের রাজ্য সফরের দিনেই কোচবিহার সীমান্তে বিএসএফের গুলি, মৃত ৩

Date:

Share post:

ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার(cow smuggling) চালানোর সময় বিএসএফের(BSF) গুলিতে প্রাণ গেল তিন সন্দেহভাজন পাচারকারীর। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার সিতাই(Sitai) এলাকায়। মৃতদের মধ্যে দুজন বাংলাদেশি ও একজন ভারতীয় বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ সিতাইয়ের চামটা এলাকায় বিএসএফের সঙ্গে সন্দেহভাজন গরুপাচারকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ভারতীয় ও অপর দুইজন বাংলাদেশী৷ ভারতীয় নাগরিক সিতাইয়ের বাসিন্দা। সিতাই থানা জানিয়েছে তার নাম প্রকাশ বর্মন। সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌছেছে৷ পুলিশ জানিয়েছে গ্রামের বাসিন্দারা সকালে দেহ পড়ে থাকতে দেখেন ভুট্টার জমিতে । এরপরেই সন্দেহ হয় । পরে তারা জানতে পেরে সীমান্তে রাতে গুলি চালায় বিএসএফ। এরপরেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সিতাইয়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বসুনিয়ার দাবি যেহেতু কেন্দ্রীয় সরকার বিএসএফের ক্ষমতা বাড়িয়েছে তাই এধরনের ঘটনা ঘটছে। তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন বাংলাদেশী ও একজন ভারতীয় বলে তারা জানতে পেরেছেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত বিএসএফের তরফে কোনরকম বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন:করোনার বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন, প্রকাশ্যে ল্যানসেটের রিপোর্ট

উল্লেখ্য, সীমান্ত ইস্যু নিয়ে বৈঠকের জন্য আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। বেলা সাড়ে ১২টায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে হিডকো ভবনে। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, ডিজি মনোজ মালব্যও। এই বৈঠকে রাজ্যের সমস্ত সীমান্তবর্তী জেলার জেলাশাসক, পুলিশসুপারকেও ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, কাঁটা তার লাগানো, সীমান্তের নিরাপত্তা বিষয়, বিএসএফের চেক পোস্ট বাড়ানো, বিএসএফের নতুন ক্যাম্প তৈরির জন্য জমি সংক্রান্ত বিষয় নিয়ে মূলত এই আলোচনা হবে।

spot_img

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...