Sunday, November 9, 2025

Anubrata-Suvendu: শুভেন্দুকে হারিয়ে বড় জয় অনুব্রতর, পুরোটা জানতে পড়ুন এই প্রতিবেদন

Date:

Share post:

ফের মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikary)। জয় বীরভূম (Birbhum) তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) অনেক চিঠি-চাপাটি করেও রুখতে পারলেন না বিরোধী দলনেতা। মুখ থুবড়ে পড়লেন। আর অনুমোদন পেয়ে গেল বোলপুর (Bolpur) বেসরকারি মেডিকেল কলেজ(Private Medical Collage) ও হাসপাতাল। এবং অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry)।

গত ১৫ সেপ্টেম্বর শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে একাধিক কারণ দেখিয়ে চিঠি দিয়েছিল, যাতে এই বেসরকারি মেডিক্যাল কলেজ কোন ভাবেই অনুমোদন না পায়। সেই সময় তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, বিরোধী দলনেতা ক্ষমতার অপব্যবহার করে বোলপুর ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের যাতে চিকিৎসা ব্যবস্থা ঠিক না থাকে, তার জন্য এই চিঠি দিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে বেসরকারি মেডিক্যাল কলেজকে অনুমোদন দিয়ে কার্যত ছাড়পত্র দিল।

উল্লেখ্য, বোলপুর শহর থেকে ২ কিলোমিটার দূরে তৈরি হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজ। প্রায় ২০০ একর জুড়ে তৈরি করা হয়েছে এই মেডিক্যাল কলেজ। বিভিন্ন সভায় অনুব্রত মণ্ডল আক্ষেপ করেছিলেন, তাঁর শহর বোলপুরে মেডিক্যাল কলেজ নেই। সেই আক্ষেপ কিছুটা হলেও দূর হয়ে গেল অনুব্রত মণ্ডলের।

অন্যদিকে, বেসরকারি মেডিক্যাল কলেজের আধিকারিকদের পক্ষে মলয় মিঠ কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যে অনুমোদন দিয়েছে, তাতে বোলপুর শহরের মানুষ শুধু নয়, গোটা বীরভূম জেলার মানুষের উপকার হবে।

আরও পড়ুন- Ariyan Khan: জন্মদিনেও NCB দফতরের হাজিরা দিলেন শাহরুখপুত্র আরিয়ান খান

 

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...