Saturday, August 23, 2025

CPIM Party Office: শাসনে সিপিআইএমের পার্টি অফিস এখন ‘পশুখামার’!

Date:

Share post:

বামেদের পার্টি অফিস এখন আক্ষরিক অর্থেই পশুখামার। সেখানে গাভি চরে। এক সময়ের মজিদ মাস্টারের গড় উত্তর ২৪ পরগনার শাসনে সিপিআইএমের (Cpim) দলীয় কার্যালয় এখন গরুরপালের নিরাপদ আশ্রয়। রাখা আছে গোখাদ্য। শাসনে সিপিআইএমের বারাসত দক্ষিণ লোকাল কমিটির দফতরের পোশাকি নাম অনিল বিশ্বাস স্মৃতি ভবন। ফিকে লাল রঙের সাইনবোর্ডটা এখনও পড়া যায়। ওই ভবনের উদ্বোধন করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। কিন্তু দরজা দিয়ে উঁকি মারলেই চোখে পড়বে একপাশে বিচালির স্তুপ, অন্যদিকে গোবরের ছড়াছড়ি।

দফতরের ভিতরেই রাখা গোখাদ্য। রয়েছে গোবর। স্থানীয় বাসিন্দার কথায়, উড়ত লাল নিশান। বাম আমলে সিপিআইএমের তাবড় নেতারা আসতেন। বিরোধী বলে কেউ ছিল না। আর এখন পুরোটাই উলটো। এখন সিপিআইএমের কোনও নেতা-কর্মী-সমর্থক নেই। দলীয় দফতর খোলার মতো কাউকে পাওয়া যায় না।

আরও পড়ুন:Prosenjit Chatterjee-jeet : বাংলা ছবিতে এই প্রথমবার প্রযোজক জিৎ ,অভিনেতা প্রসেনজিৎ

বারাসত দক্ষিণের সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ অবশ্য দুষেছেন রাজ্যের শাসকদলকে। তাঁর মতে, হামলার কারণেই নাকি ওখানে থাকতে পারেননি স্থানীয় নেতৃত্ব। প্রশাসনও এ বিষয়ে উদ্যোগ নেয়নি। সেই কারণেই পার্টি অফিসগুলি বন্ধ। ফাঁকা বাড়ি পেয়ে কেউ হয়ত গোয়ালঘর হিসেবে ব্যবহার করছেন। তবে, হামলার তত্ত্ব উড়িয়ে স্থানীয় এক তৃণমূল (Tmc) নেতার কটাক্ষ, বিজেপিকে সমর্থন করতে গিয়ে বামশিবির এখন গোয়ালঘরেই পরিণত হয়েছে।

রাজ্যে ফিকে হয়েছে লাল নিশান। ইভিএমে (Evm) শূন্য সিপিআইএমের ফল। এবার তাদের পার্টি অফিসে ঘুঘু না হোক, গরু চড়ছে। এটাকে প্রতীকী বলে কটাক্ষ করছেন অনেকে।

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...