শুক্রবার সকালে বিতর্কিত তিন কৃষি আইন(Farm Laws) প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা কৃষকদের কাছে এক বিরাট সাফল্য বলে মনে করছেন বিরোধীরা। কিন্তু কী বলছেন ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকায়েত(Rakesh Tikait)? প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে কৃষকদের মাঠে ফেরানোর কথা বললেও প্রধানমন্ত্রীর মুখের কথায় ভরসা রাখতে পারছেন না রাকেশ টিকায়েত। উল্টে তিনি বলেছেন, সরকার যতক্ষণ না পাকাপাকি ভাবে এই আইন প্রত্যাহারে সিলমোহর দিচ্ছে ততক্ষণ অবস্থান উঠবে না।

আরও পড়ুন:Farm Law:তৃণমূলের নেতৃত্বে বিরোধীদের প্রবল চাপ পড়ে পিছু হটলেন মোদি, তিন কৃষি আইন প্রত্যাহার
প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, “যতদিন না সংসদে এই তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত পাশ হচ্ছে ততদিন অবস্থান জারি থাকবে। আন্দোলন সেদিনই উঠবে যেদিন পাকাপাকিভাবে আইন উঠবে। আমরা সরকারের উচিত MSP ছাড়াও কৃষকদের অন্যান্য সমস্যা নিয়েও কথা বলা।”
গত বছর অতিমারি পর্বের সেপ্টেম্বর মাসে বিরোধী দলগুলির অনিচ্ছা সত্ত্বেও তিন কৃষি আইন পাশ করে কেন্দ্র সরকার। তারপর থেকেই এই আইনের বিরোধিতায় নামে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ আরও বেশ কিছু রাজ্যের কৃষকরা। এরপর নভেম্বর মাসে রাজধানীতে গিয়ে ধর্নায় বসেন কৃষকরা। আর তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য কৃষকরা আন্দোলনে বসে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কৃষক সংগঠনের নেতা(বিকেইউ),রাকেশ টিকায়েত। গুরুনানকের জন্মজয়ন্তীতে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) কৃষি আইনের প্রত্যাহারের কথা ঘোষণা করতেই টিকায়েত স্পষ্টভাবে জানিয়ে দেন, ৬০০ আন্দোলনকারী কৃষকের আত্মবলিদান বিফলে যেতে দেব না। এই আন্দোলনকে মজবুত করতে বহু কৃষক প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মবলিদানকে উৎসর্গ করে পরবর্তী পদক্ষেপের কথা ভাবা হবে।তারপরই তিনি সাফ জানিয়ে দেন, সংযুক্ত কিসান মোর্চা শুক্রবার এ বিষয়ে আলোচনা চালাবে। এবং সামগ্রিক বিষয় পর্যালেচনা করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।যতক্ষণ না আইন উঠবে ততদিন আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
