Thursday, November 6, 2025

সায়নী ঘোষ কে গ্রেফতার করা হল জানালেন এডিশনাল এসপি

Date:

Share post:

জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে সায়নী ঘোষকে। রবিবার বিকেলে হিট অ্যান্ড রান মামলায় আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। যুব তৃণমূলের সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করতে আজ সকালেই আগরতলার হোটেলে গিয়েছিল পুলিশ। প্রথমে এর প্রতিবাদ জানান তৃণমূলের নেতারা। কোনও নোটিস ছাড়াই কীভাবে একজনকে আটক-গ্রেফতার করা যায়, সেই প্রশ্ন তোলেন কুণাল ঘোষ, সুবল ভৌমিক সহ তৃণমূলের অন্যান্য নেতারা।

এরপর তৃণমূল নেতৃত্ব আগরতলা মহিলা থানায় আসেন। কিছুক্ষণের মধ্যে তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, থানায় পুলিশের সামনে দলের নেতাদের মারতে আসে বিজেপির গুন্ডারা।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, হেলমেট পরে বিজেপি সমর্থকরা লোহার ডান্ডা নিয়ে হামলা চালায়। আক্রান্ত হন ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, সাংসদ সুস্মিতা ঘোষ, তৃণমূলের যুবনেতা সুদীপ রাহা সহ অন্যান্যরা।

ভাঙচুর করা হয় সুবল ভৌমিকের গাড়িও। এখানেই শেষ নয়, সায়নীকে জেরার কারণ জানতে চাওয়ায় আরও তীব্র হয়, তৃণমূল-পুলিশ বাকবিতণ্ডা। ততক্ষণে থানার বাইরে বাড়তে থাকে উত্তেজনা। দফায় দফায় জেরা, আলোচনার পর শেষে বিকেল ৪টে নাগাদ জামিন অযোগ্য ৩০৭ ধারায় গ্রেফতার করা হয় সায়নীকে।
দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, ত্রিপুরায় দেউলিয়া হয়ে গিয়েছে বিজেপি। মিথ্যা অভিযোগে সায়নীকে গ্রেফতার করা হল। বিজেপির নির্দেশে এই কাজ করা হয়েছে। আগরতলা পূর্ব মহিলা থানায় ঢুকে বিজেপি কর্মীরা হামলা চালালেও তার বিরুদ্ধে পদক্ষেপ করল না পুলিশ। উল্টে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হল সায়নীকে। গণতান্ত্রিক ও আইনগত ভাবে এর মোকাবিলা করা হবে।

 

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...