Saturday, August 23, 2025

সায়নী ঘোষ কে গ্রেফতার করা হল জানালেন এডিশনাল এসপি

Date:

Share post:

জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে সায়নী ঘোষকে। রবিবার বিকেলে হিট অ্যান্ড রান মামলায় আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। যুব তৃণমূলের সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করতে আজ সকালেই আগরতলার হোটেলে গিয়েছিল পুলিশ। প্রথমে এর প্রতিবাদ জানান তৃণমূলের নেতারা। কোনও নোটিস ছাড়াই কীভাবে একজনকে আটক-গ্রেফতার করা যায়, সেই প্রশ্ন তোলেন কুণাল ঘোষ, সুবল ভৌমিক সহ তৃণমূলের অন্যান্য নেতারা।

এরপর তৃণমূল নেতৃত্ব আগরতলা মহিলা থানায় আসেন। কিছুক্ষণের মধ্যে তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, থানায় পুলিশের সামনে দলের নেতাদের মারতে আসে বিজেপির গুন্ডারা।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, হেলমেট পরে বিজেপি সমর্থকরা লোহার ডান্ডা নিয়ে হামলা চালায়। আক্রান্ত হন ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, সাংসদ সুস্মিতা ঘোষ, তৃণমূলের যুবনেতা সুদীপ রাহা সহ অন্যান্যরা।

ভাঙচুর করা হয় সুবল ভৌমিকের গাড়িও। এখানেই শেষ নয়, সায়নীকে জেরার কারণ জানতে চাওয়ায় আরও তীব্র হয়, তৃণমূল-পুলিশ বাকবিতণ্ডা। ততক্ষণে থানার বাইরে বাড়তে থাকে উত্তেজনা। দফায় দফায় জেরা, আলোচনার পর শেষে বিকেল ৪টে নাগাদ জামিন অযোগ্য ৩০৭ ধারায় গ্রেফতার করা হয় সায়নীকে।
দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, ত্রিপুরায় দেউলিয়া হয়ে গিয়েছে বিজেপি। মিথ্যা অভিযোগে সায়নীকে গ্রেফতার করা হল। বিজেপির নির্দেশে এই কাজ করা হয়েছে। আগরতলা পূর্ব মহিলা থানায় ঢুকে বিজেপি কর্মীরা হামলা চালালেও তার বিরুদ্ধে পদক্ষেপ করল না পুলিশ। উল্টে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হল সায়নীকে। গণতান্ত্রিক ও আইনগত ভাবে এর মোকাবিলা করা হবে।

 

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...