Tuesday, November 11, 2025

Agartala:পুরভোটের আগে তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

প্রচারের শেষ দিনেও ফের উত্তপ্ত আগরতলা(Agartala)। তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির(BJP) বিরুদ্ধে। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আরও পড়ুন:Agartala: ভয় পাবেন না, পাশে আছি: আক্রান্ত দলীয় নেতা-প্রার্থীদের পাশে দাঁড়িয়ে আশ্বাস অভিষেকের

আর মাত্র এক দিনের অপেক্ষা। তারপরই রাজ্যের পুরভোট।তার আগে সোমবার রাতে আগরতলা পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী(TMC Candidate) গৌরী মজুমদারের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ।পরপর দু’রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী। অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে গুলির খোল উদ্ধার করে পুলিশ। গৌরী মজুমদারের অভিযোগ যাঁরা গুলি ছুঁড়েছিলেন তাঁদের মধ্যে এক জনকে চিনতে পেরেছেন তিনি। সেই ব্যক্তি স্থানীয় বিজেপি নেতা রঞ্জিৎ মজুমদার।

গুলি চালানোর অভিযোগ ‘জানা নেই’ বলে দাবি করেছে বিজেপি বিধায়ক দিলীপ দাস। প্সহাপাশি অভিযোগ অস্বীকার করে তিনি জানান,  ‘‘আমার কাছে এ রকম কোনও অভিযোগ বা খবর নেই। তা ছাড়া তৃণমূল আমার এখানে কোনও ফ্যাক্টর নয় যে ওদের জন্য চিন্তিত বা এ রকম কোনও ঘটনা ঘটাতে হবে।’’

প্রসঙ্গত, পুরভোটের আগে তৃণমূল নেত্রী সায়নী ঘোষের(Sayoni Ghosh) গ্রেফতারি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরা।পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।সোমবার আগরতলায় পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেখানে পৌঁছে তিনি বলেন, ‘‘ত্রিপুরায় নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। দমনপীড়নের সব রেকর্ড ভেঙেছে বিজেপি। এ রাজ্যে বিরোধীদের কথা ছেড়েই দিন। আক্রান্ত সাধারণ মানুষ, সংবাদমাধ্যমের প্রতিনিধি। হাসপাতালে রোগী সুরক্ষিত নন। থানায় পুলিশ সুরক্ষিত নন।’’

spot_img

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...