Wednesday, November 12, 2025

এবার উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিতে হবে, জানাল সংসদ

Date:

Share post:

উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।চলতি মাসের ৩১ ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
লিখিত পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৫০ নম্বর করে ধার্য করা হয়েছে। সময় ও পরীক্ষার নির্ঘণ্ট স্কুলগুলিকে তৈরি করতে বলা হয়েছে। পরীক্ষার মূল্যায়নের নম্বর স্কুলগুলিকে সংসদের পাঠানো ট্যাবুলেশন শিটে লিখে রাখতে বলা হয়েছে। সংসদ পরিস্থিতি ও প্রয়োজনে সেই নম্বর স্কুলের কাছে চেয়ে পাঠাতে পারে বলেও মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়ার বিষয়ে স্কুলের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল সংসদ। কোনও স্কুল চাইলে পরীক্ষা নিতেই পারে বলে জানিয়েছিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তারপরেই টেস্ট পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল সংসদ। সংসদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিক্ষাবিদেরা।যদিও আগেই উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়েছে৷ ২০২২ সালের ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২০ এপ্রিল। হোম সেন্টারেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুলে গিয়ে পঠনপাঠন। গত বছরেও করোনার বাড়-বাড়ন্তের জন্য বাতিল হয়ে যায় মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পরীক্ষা। ফলে গড়ে নম্বর দিয়ে পরীক্ষার মূল্যায়ন করতে হয় পর্ষদকে। কিন্তু এবছর পুজোর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান পুজোর পরই স্কুল খোলা হবে। সেইমতোই প্রস্তুতি নেওয়া শুরু হয়।
২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু।শেষ হবে ২০ এপ্রিল। সকাল ১০ টা থেকে বেলা ১ টা ১৫ পর্যন্ত হবে পরীক্ষা। তবে পরীক্ষার জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যেতে হবে না কোনও অন্য সেন্টারে। নিজের স্কুলেই পরীক্ষা হওয়ার কথা জানিয়েছে বোর্ড।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...