Sunday, November 9, 2025

Jago Bangla: বিধানসভার মত পুরভোটে মানুষ ছুঁড়ে ফেলবে বিজেপিকে: তোপ জাগো বাংলার

Date:

Share post:

বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার বীজ পোঁতার চেষ্টা করে চলেছে বিজেপি(BJP)। বিধানসভা নির্বাচনের মতো আসন্ন পুরসভা নির্বাচনেও(KMC Election) বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে বাংলার মানুষ। কংগ্রেস-সিপিএমের পাশাপাশি তৃণমূল মুখপত্র জাগো বাংলায়(JagoBangla) এভাবেই ঝাঁঝালো আক্রমণ শানানো হল গেরুয়া শিবিরকে। কড়া সুরে জাগো বাংলার সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, “বিধানসভায় সাম্প্রদায়িক শক্তিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল মানুষ। ১৯ ডিসেম্বর তার পুনরাবৃত্তি হবে।”

এদিনের সম্পাদকীয়তে বাম-কংগ্রেসকে কটাক্ষ করার পাশাপাশি বিজেপিকে একহাত নিয়ে লেখা হয়েছে, “বিরোধীরা দিশাহীন। বামেদের বলার কিছু নেই। বামেদের হাতে ইস্যু কিছু নেই। কারণ তারা পরীক্ষিত ব্যর্থ। বাম দোসর কংগ্রেসের অবস্থা আরও খারাপ। পুরভোটে তাদের হিসেবের মধ্যেই কেউ রাখতে চাইছেন না। বাকি রইল বিজেপি। সাম্প্রদায়িকতার বীজ বাংলার এই পুণ্যভূমিতে পোঁতার প্রচেষ্টা করে চলেছে গেরুয়া শিবির। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, শান্তি, সম্প্রীতি নষ্ট করতে কোন কসুর করেনি তারা। কিন্তু ওরা ভুলে গেছে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কলকাতা। ধর্ম-বর্ণ-জাতি মিলনস্থলে শহর।”

আরও পড়ুন:বিজেপির অন্তর্দ্বন্দ্ব পিছু ছাড়ছে না

পাশাপাশি তৃণমূলের দাবি, “পুরভোটে বিষ ছড়ানোর প্রবল চেষ্টা চলছে। কিন্তু মানুষ জানেন তারা কোথায় নিরাপদ ।একদিকে অন্ন-বস্ত্র-বাসস্থানের লড়াইয়ে অগ্রভাগে তৃণমূল, অন্যদিকে দেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকে সরিয়ে দিতে দেশজুড়ে আন্দোলনের রাস্তায়। মানুষ উন্নয়ন দেখেছেন নিজেদের জীবন দিয়ে। তারা জানেন কলকাতার উন্নয়ন তৃণমূল কংগ্রেসের হাত ধরেই সম্ভব। মানুষ যেভাবে বিধানসভায় সাম্প্রদায়িক শক্তিকে ছুড়ে ফেলে দিয়েছিলেন, ১৯ ডিসেম্বর কলকাতার ভোটেও তার পুনরাবৃত্তি হবে মানুষ আশীর্বাদ করবেন তৃণমূল কংগ্রেসকে।”

spot_img

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...