বিজেপির অন্তর্দ্বন্দ্ব পিছু ছাড়ছে না

bjp

বিজেপির অন্তর্দ্বন্দ্ব যেন পিছু ছাড়ছে না।কারও অভিযোগ, কলকাতা পুরভোটের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার বাইরের নেতা এবং বিধায়কদের, যাঁদের এই শহরের খুঁটিনাটি সম্পর্কে ধারণা কম। কারও অভিযোগ, কলকাতা পুরভোটের দায়িত্বে রয়েছেন এমন নেতারা যাঁরা অন্য কাজে ব্যস্ত। কারও অভিযোগ, গত ১৭ নভেম্বর ওই ভোট পরিচালন কমিটি এবং প্রচার কমিটি ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত সাকুল্যে তার বৈঠক হয়েছে একটি।
কলকাতা পুরভোটের আর মাত্র ১৫ দিন বাকি। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অন্দরমহল বলা চলে বিধ্বস্ত। উত্তর কলকাতার একাধিক প্রার্থী জানিয়েছেন, তাঁরা দলীয় কর্মীদের প্রচারেই নামাতে পারছেন না। এক জন আবার পরিস্থিতি দেখে লড়াই থেকেই পিছিয়ে যেতে চেয়েছিলেন। শেষে রাজ্য নেতৃত্ব তাঁকে বুঝিয়ে মনোনয়ন পত্র জমা দিতে রাজি করিয়েছেন।

Previous articleKMC Election: কলকাতা পুরভোটে আঁটোসাঁটো নিরাপত্তা,মোতায়েন থাকবে ৩২ হাজার পুলিশ
Next articleJawad: জাওয়াদ এখন গভীর নিম্নচাপ, বঙ্গের উপকূলবর্তী জেলার ভারী বর্ষণের সম্ভাবনা