Sunday, August 24, 2025

সাংসদদের উদ্দেশে  অভিষেকের পেপ-টক নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

আগামী  ৭ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দুপুর ১টায় দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন তিনি। সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে হবে বৈঠক।দলের সাংসদদের সংসদীয় রণনীতি বাতলে দেবেন তিনি। জানা গিয়েছে,  রাজ্যসভা থেকে দোলা সেন ও শান্তা ছেত্রীকে সাসপেন্ড করার পর লাগাতার গান্ধি মূর্তির পাদদেশে ধর্না-অবস্থান চালিয়ে যাচ্ছেন তৃণমূল সাংসদরা। সেই বিষয়গুলিও নিয়েও আলোচনা করবেন অভিষেক।

আসলে সংসদে এবার রীতিমতো কোমর বেধে নেমেছে তৃণমূল। বিরোধীদের একজোট করার কাজও করছে তাঁরা। যদিও বর্তমানে কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তৃণমূলের। ফলে সংসদে কংগ্রেসের সঙ্গে কী স্ট্র্যাটেজি নেওয়া হবে, সে বিষয়েও দলীয় সাংসদদের নির্দেশ দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এরই পাশাপাশি, আগামী ১৩ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গোয়ায় দলের সাংগঠনিক শক্তি-বৃদ্ধি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন তিনি।

আগামী বছরের শুরুতেই গোয়ায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগেই গোয়ায় বড়সড় চমক দিয়ে ফেলেছে তৃণমূল। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে দলে টেনে কংগ্রেসকে জোর ধাক্কা দিয়েছে জোড়াফুল শিবির। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর কালেও ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, নাফিসা আলি-সহ আরও অনেকে। আগামী বিধানসভা ভোটে গোয়ায় সাফল্য পাবে দল, এমনই আশা করছেন তৃণমূল নেতৃত্ব।

দলনেত্রীর নির্দেশে গোয়ায় পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন মহুয়া। একইসঙ্গে পথে নেমে কাজ করছেন লিয়েন্ডার পেজও। দফায়-দফায় বৈঠক সারছেন দলের রাজ্য নেতাদের সঙ্গে। রণকৌশল তৈরি থেকে শুরু করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়েও প্রতিনিয়ত চলছে আলোচনা।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...