Monday, August 25, 2025

KMC 107: এবার তৃণমূলের বাজি বহুমুখী প্রতিভার অধিকারী লিপিকা

Date:

Share post:

নামটির সঙ্গে তাঁর এলাকার মানুষের পরিচয় দীর্ঘদিনের। এলাকার শিশুদের সার্বিক বিকাশে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখ করার মতো। শিক্ষিকা, নৃত্যশিল্পী, সমাজকর্মী থেকে এবার ভোটের ময়দানে লিপিকা মান্না (Lipika Manna)। কলকাতা পুরসভার (KMC) ১০৭ নম্বর ওয়ার্ডে শাসক দল তৃণমূল (TMC) তাঁকে প্রার্থী করেছে। এবারই প্রথম রাজনীতির ময়দানে লিপিকা। তবে তিনি নার্ভাস নন, বরং আত্মবিশ্বাসী। নিজের সংসারের মতোই তিনি নিজের ওয়ার্ডকে সুন্দর রাখার অঙ্গীকার নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন লিপিকা মান্না।

লিপিকা বলেন, “কলকাতা পুরসভার এমন একটি ওয়ার্ড থেকে আমি প্রার্থী হয়েছি, যেখানে আগের পুরপিতা তথা বোরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ এলাকাকে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছেন। তাই মানুষের আশীর্বাদে আমি নির্বাচিত হলে, এবার তাঁর সাজানো বাগানে নতুন মালির কাজ করব। এছাড়া মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের মানুষের জন্য উন্নয়ন করেছেন, তাতে মানুষ আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে দু’হাত তুলে যে আশীর্বাদ করবেন, সে ব্যাপারে আমি নিশ্চিত।”

ভোটের ময়দানে এই প্রথম হলেও রাজনীতিতে তিনি নতুন নয়। লিপিকা জানালেন, “১০৭ নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরপিতার সঙ্গে থেকে মানুষের কাজ করেছি। এবার আমি নিজেই প্রার্থী। এই ওয়ার্ডের মানুষ আমাকে চেনেন।”

লিপিকা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা এবং রবীন্দ্রভারতী থেকে নিত্যশিক্ষার গন্ডি পেরিয়েছেন। নৃত্যের জন্য সম্মানিত হয়েছেন কলাক্ষেত্র পুরস্কারে। দেশের বিভিন্ন প্রান্তের একাধিক শিক্ষাঙ্গনে শিক্ষাদানের পর ২০১৫ সালে ১০৭ নম্বর ওয়ার্ডে তিনি গড়ে তুলেছেন স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান। লিপিকার অদম্য উৎসাহ, লড়াকু মনোভাব, জীবনের প্রতি পদক্ষেপে তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে। এলাকার একাধিক দুঃস্থ মেধাবী ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন লিপিকা। একইসঙ্গে মহামারী হোক কিংবা আমফান, নিজের এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ছুটে গিয়েছেন কখনও মেদিনীপুর, কখনও সুন্দরবন। এবার তপশিলি সংরক্ষিত কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডে তাই তৃণমূলের বাজি বহুমুখী প্রতিভার অধিকারী লিপিকা।

 

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...