Wednesday, December 24, 2025

Satpal Rai:পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরতরে বিদায় নিলেন সৎপাল রাই

Date:

Share post:

তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)-সহ ১৩জন। তাঁদের মধ্যে ছিলেন বিপিন রাওয়তে দেহরক্ষী সৎপাল রাই(Satpal Rai)। সোমবার দার্জিলিংয়ের তাকদায় তাঁর গ্রামের ভিটেতে শেষকৃত্য সম্পন্ন হল। পাহাড়বাসী চোখের জলে শেষ বিদায় জানালেন বীরসন্তানকে।

আরও পড়ুন:ওমিক্রন আক্রান্ত নন ব্রিটেন ফেরত কোভিড পজিটিভ রোগী

রবিবার সৎপাল রাইয়ের মরদেহ তাঁর পরিবারের কাছে পৌঁছয়। সোমবার সকালে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সৎপাল রাইয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন সৎপালের মা, স্ত্রী ও দুই সন্তান। এদিন সৎপালের বাড়ির কাছেই তাঁকে সমাধিস্থ করা হয় ৷ উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের(Darjeeling) জেলাশাসক, পুলিস সুপার, শিলিগুড়ির প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, প্রাক্তন জিটিএ চেয়ারম্যান অনিত থাপাসহ সেনাবাহিনীর একাধিক আধিকারিক ও জওয়ান ৷ তেরঙ্গায় মোড়া কফিন এলাকায় পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন সৎপালের পরিজনেরা ৷ এক যোদ্ধাকে শেষ প্রণাম জানাতে অন্ত্যেষ্টিস্থলে হাজির হলেন পাহাড়ের অগণিত মানুষ।

তাকদার ছোট্ট গ্রামে বড় হয়ে ওঠা সৎপালের রাইয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয়রা। হেলিকপ্টারে ঝলসে মর্মান্তিক মৃত্যু তাঁরা কেউ ভুলতে পারছেন না। সৎপালের মৃত্যুর খবর দার্জিলিংয়ে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। শোকস্তব্ধ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। এরপর রবিবার বিশেষ বিমানে দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ সৎপালের কফিনবন্দী দেহ নিয়ে আসা হয় বাগডোগরায়। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পরে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় ১০ নম্বর জাতীয় সড়ক হয়ে তাকদার বাড়িতে। মরদেহ নিয়ে সেনা জওয়ানরা কালীঝোরাতে পৌঁছতেই দলে দলে স্থানীয় বাসিন্দারা নেমে পড়েন রাস্তায়। মরদেহ বহনকারী গাড়ি থামিয়ে সবাই তাঁকে শেষ শ্রদ্ধা জানান। কালীঝোরা থেকে মানুষের এই ভিড় পৌঁছে গিয়েছিল তাকদা পর্যন্ত।

প্রসঙ্গত, কপ্টার দুর্ঘটনায় নিহত ছয় সেনা আধিকারিক, ল্যান্স নায়েক বিবেক কুমার, জুনিয়র ওয়ারেন্ট অফিসার প্রদীপ, উইং কমান্ডার পিএস চৌহান, জুনিয়র ওয়ারেন্ট অফিসার রানা প্রতাপ দাস, ল্যান্স নায়েক বি সাই তেজা এবং স্কোয়াড্রন লিডার কুলদীপ সিংয়ের দেহ ইতিমধ্যেই শনাক্ত করা গিয়েছে। জানা গেছে, তাঁদের দেহগুলি বিমানকে করে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

spot_img

Related articles

এসআইআরের নথি সংশোধন মামলায় বড় নির্দেশ আদালতের

বঙ্গে SIR আবহে ভোটার তালিকা সংশোধনে ব্যবহৃত নথি সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে (ECI) বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট...

ফের চারপেয়ের এন্ড্রোস্কোপি! পিকলের পেট থেকে স্কচবাইট বের করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

গোল্ডির পেট থেকে বেরিয়ে ছিল সেফটিপিন। এবার পিকল-এর পেট থেকে এন্ড্রোস্কোপি (Endoscopy) করে বের করা হল স্কচবাইট। পূর্ব...

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ৩ আরোহীর

নিয়ন্ত্রণে হারিয়ে কন্টেনারে ধাক্কা! বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে ধাক্কা মারে এক চারচাকা গাড়ি (Car Accident)। আর তারপরেই...

প্রায় ৫ হাজার শিল্পীকে নিয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা-লোকসংস্কৃতি উৎসব ২০২৫: ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের

প্রতিবারের মতো শীতের চাদর গায়ে জড়িয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। সঙ্গে লোকসংস্কৃতি উৎসব ২০২৫। বুধবার হল 'কার্টেন...