Tuesday, January 13, 2026

Accident: দিঘা যাওয়ার পথে নয়ানজুলিতে বাস উল্টে দুর্ঘটনা, মৃত ২,জখম বহু

Date:

Share post:

দিঘা যাওয়ার পথে ফের দুর্ঘটনার কবলে পর্যটকেরা। সোমবার সন্ধ্যায় নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কে পিছাবনি বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার পড়ে বাসটি। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ১৩ জন। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন যাত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন:Fire: লিলুয়ায় বিদ্যুৎ পর্ষদের পাওয়ার হাউসে বিধ্বংসী আগুন

স্থানীয় সূত্রের খবর, বাসটি হলদিয়ার কুকড়াহাটি থেকে দিঘার উদ্দেশে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারানোয় বাসটি রাস্তার পাশে নেমে। খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েন। পাশাপাশি কাঁথি থানা থেকে পুলিশ বাহিনীও দ্রুত ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যাত্রীদের মধ্যে দুজনের মৃত্যু হয় বলে খবর। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে একজনের বাড়ি রামনগরে, আরেকজন মন্দারমনির বাসিন্দা।

কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সোমনাথ সাহা জানান, “দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত চলছে।’’ তবে ঠিক কী কারণে এমন দুর্ঘটনা তা পরিষ্কার নয়। বাসের যান্ত্রিক গোলযোগের জন্যই এই দুর্ঘটনা বলেই অনুমান করা হচ্ছে।


spot_img

Related articles

অন্যায়ভাবে নাম কাটলে অভিযোগ করুন: SIR নিয়ে নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...