Sunday, August 24, 2025

সিধুর সঙ্গে এক ফ্রেমে ভাজ্জি, ‘সম্ভাবনাময় ছবি’তে বাড়ছে কংগ্রেস যোগের জল্পনা

Date:

Share post:

ক্রিকেটের ময়দানে তাঁর ঘূর্ণিতে কাবু হয়েছে তাবড় তাবড় ব্যাটসম্যান। এবার রাজনীতির ময়দানে সেই ঘূর্ণি দেখার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। জল্পনা ঘুরছে এবার হয়তো ক্রিকেট ছেড়ে পুরোদমে রাজনীতির ময়দানে নামবেন স্পিনার হরভজন সিং(Harbhajan Singh)। এমনই জল্পনায় সম্প্রতি ঘি ঢাললেন আর এক দাপুটে ব্যাটসম্যান তথা পাঞ্জাব(Punjab) কংগ্রেসের(Congress) অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব নভজোৎ সিং সিধু(Navjot Singh Sidhu)। বুধবার বিকেলে হরভজন সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লেখেন, “উজ্জ্বল নক্ষত্র ভাজ্জির সঙ্গে সম্ভাবনাময় একটি ছবি”। ব্যাস! সিধুর এই টুইটের পরই জাতীয় রাজনীতিতে জল্পনা বাড়তে শুরু করেছে।

আগামী কয়েক মাসের মধ্যে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তবে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত পাঞ্জাব কংগ্রেস ফের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখার বিষয়ে খুব একটা আত্মবিশ্বাসী নয়। এই পরিস্থিতিতে হরভজন সিংকে দলে আনতে পারলে পাঞ্জাব কংগ্রেস লাভবান হতে পারে এমনটা মনে করছে রাজনৈতিক মহল। ২২ গজের ময়দানে তাবড় তাবড় ব্যাটসম্যানকে ভেলকি দেখিয়েছেন হরভজন। এবার সেই ম্যাজিক রাজনীতির ময়দানে লাগাতে চাইছে কংগ্রেস। তবে তার কংগ্রেস যোগের জল্পনা রাজনীতির ময়দানে তীব্র হয়ে উঠলেও এ নিয়ে এখনো পর্যন্ত হ্যাঁ বা না কিছুই বলা হয়নি কংগ্রেস কিংবা ভাজ্জির তরফে। যদিও গত সপ্তাহেই এমন একটি খবর জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছিল। সেবার অবশ্য জল্পনা ছড়ায় হরভজন সিং এবং যুবরাজ সিং বিশ্বকাপজয়ী এই দুই ক্রিকেটার ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে পারেন। এ বিষয়ে একটি টুইটকে ঘিরে জল্পনা বাড়তে থাকে। তবে সে সম্ভাবনা এখন অতীত। এই পরিস্থিতিতে সিধু ও ভাজ্জির এক ফ্রেমে ছবি নয়া সম্ভাবনার দিকে ইঙ্গিত দিতে শুরু করেছে।

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...