Saturday, January 10, 2026

সিধুর সঙ্গে এক ফ্রেমে ভাজ্জি, ‘সম্ভাবনাময় ছবি’তে বাড়ছে কংগ্রেস যোগের জল্পনা

Date:

Share post:

ক্রিকেটের ময়দানে তাঁর ঘূর্ণিতে কাবু হয়েছে তাবড় তাবড় ব্যাটসম্যান। এবার রাজনীতির ময়দানে সেই ঘূর্ণি দেখার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। জল্পনা ঘুরছে এবার হয়তো ক্রিকেট ছেড়ে পুরোদমে রাজনীতির ময়দানে নামবেন স্পিনার হরভজন সিং(Harbhajan Singh)। এমনই জল্পনায় সম্প্রতি ঘি ঢাললেন আর এক দাপুটে ব্যাটসম্যান তথা পাঞ্জাব(Punjab) কংগ্রেসের(Congress) অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব নভজোৎ সিং সিধু(Navjot Singh Sidhu)। বুধবার বিকেলে হরভজন সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লেখেন, “উজ্জ্বল নক্ষত্র ভাজ্জির সঙ্গে সম্ভাবনাময় একটি ছবি”। ব্যাস! সিধুর এই টুইটের পরই জাতীয় রাজনীতিতে জল্পনা বাড়তে শুরু করেছে।

আগামী কয়েক মাসের মধ্যে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তবে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত পাঞ্জাব কংগ্রেস ফের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখার বিষয়ে খুব একটা আত্মবিশ্বাসী নয়। এই পরিস্থিতিতে হরভজন সিংকে দলে আনতে পারলে পাঞ্জাব কংগ্রেস লাভবান হতে পারে এমনটা মনে করছে রাজনৈতিক মহল। ২২ গজের ময়দানে তাবড় তাবড় ব্যাটসম্যানকে ভেলকি দেখিয়েছেন হরভজন। এবার সেই ম্যাজিক রাজনীতির ময়দানে লাগাতে চাইছে কংগ্রেস। তবে তার কংগ্রেস যোগের জল্পনা রাজনীতির ময়দানে তীব্র হয়ে উঠলেও এ নিয়ে এখনো পর্যন্ত হ্যাঁ বা না কিছুই বলা হয়নি কংগ্রেস কিংবা ভাজ্জির তরফে। যদিও গত সপ্তাহেই এমন একটি খবর জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছিল। সেবার অবশ্য জল্পনা ছড়ায় হরভজন সিং এবং যুবরাজ সিং বিশ্বকাপজয়ী এই দুই ক্রিকেটার ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে পারেন। এ বিষয়ে একটি টুইটকে ঘিরে জল্পনা বাড়তে থাকে। তবে সে সম্ভাবনা এখন অতীত। এই পরিস্থিতিতে সিধু ও ভাজ্জির এক ফ্রেমে ছবি নয়া সম্ভাবনার দিকে ইঙ্গিত দিতে শুরু করেছে।

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...